For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচার সভায় কান্নায় ভেঙে পড়লেন জয়াপ্রদা,কেন জানেন!দেখুন ভিডিও

অভিনেত্রী থেকে এখন তিনি নেত্রী। রাজনীতিতে যোগ দেওয়ার পর তিনি তেলুগুদেশম পার্টির হাত ধরে।

Google Oneindia Bengali News

অভিনেত্রী থেকে এখন তিনি নেত্রী। রাজনীতিতে যোগ দেওয়ার পর তিনি তেলুগুদেশম পার্টির হাত ধরে। পরে সমাজবাদী পার্টির হাত ধরেছিলেন তিনি। তবে ২০১৯ সালের নির্বাচনী লড়াইয়ে বিজেপিতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের রামপুর কেন্দ্র থেকে ফের লড়ছেন জয়াপ্রদা। তবে এইবারের লড়াই তাঁর কাছে কার্যত 'হিসাব পাল্টে দেওয়ার লড়াই'। যোগী রাজ্যে নিজের কেন্দ্র রামপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে সমাজবাদী পার্টির প্রসঙ্গ তুলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

জয়াপ্রদার দাবি

জয়াপ্রদার দাবি

রামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সমাজবাদী পার্টির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। রামপুরের এই সাংসদের দাবি, 'আমি রামপুর ছাড়তে চাইনি। আমি রামপুর এই জন্য ছেড়ে গিয়েছিলাম কারণ আমায় সেইদিন অ্যাসিড দিয়ে হামলা করার ভাবনা চিন্তা করা হয়েছিল। আমার ওপর হামলা হয়েছিল।'

কান্নায় ভেঙে পড়েন জয়া

এদিনের সভায় অ্যাসিড হামলার কথা প্রসঙ্গে জয়াপ্রদা বলেন, জয়াপ্রদা বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সেই ঘটনার ভিডিও এদিন প্রকাশ্যে আসে।

[আরও পড়ুন: ফের সীমান্তে পাকিস্তানি ড্রোন টেনে নামাল ভারত, জারি উচ্চ সতর্কতা][আরও পড়ুন: ফের সীমান্তে পাকিস্তানি ড্রোন টেনে নামাল ভারত, জারি উচ্চ সতর্কতা]

ক্ষোভ উগড়ে দেন জয়া

ক্ষোভ উগড়ে দেন জয়া

এদিনের সভায় কার্যত ক্ষোভ উগড়ে দেন জয়াপ্রদা। তাঁর দাবি কোনও ভালো কাজ করতে গেলে,বা দরিদ্রদের জন্য কিছু করতে গেলেই অনেকে বাধা দেন, জেলে পুরে দেওয়াও হয়েছে উত্তরপ্রদেশের মতো জায়গায়। উল্লেখ্য়, এই প্রসঙ্গে তিনি নাম না করে সমাজবাদী পার্টিকেই কটাক্ষ করেছেন।

[আরও পড়ুন: ওয়ানাদ থেকে আজই মনোনয়ন পেশ রাহুলের, রোড শোয়ে জনজোয়ার ][আরও পড়ুন: ওয়ানাদ থেকে আজই মনোনয়ন পেশ রাহুলের, রোড শোয়ে জনজোয়ার ]

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
Jaya Prada breaks down in Rampur while recalling acid attack attempt, says ‘was forced to leave you.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X