For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঠানকোট হামলার নেপথ্যে থাকা জঈশ হ্যান্ডলার পালিয়েছে আফগানিস্তানে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ জুন : পাঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানো জঙ্গিদের মোবাইল ফোনে নির্দেশ দিয়েছিল এক জঈশ-ই-মহম্মদ জঙ্গি হ্যান্ডলার। ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সেই হ্যান্ডলার পাকিস্তান ছেড়ে আফগানিস্তানে পালিয়ে আত্মগোপন করে রয়েছে।

পাঠানকোট হামলায় জড়িত জঙ্গি মুক্তি পেয়েছে ২০১০ সালে কংগ্রেস আমলে!

'পাঠানকোট জঙ্গি হামলা ভারতেরই কীর্তি', এমনটাই দাবি পাকিস্তানের

পাঠানকোট হামলার পরে ভারত-পাকিস্তান দুই দেশের সরকারই একসঙ্গে মিলে একটি যৌথ তদন্তকারী দল তৈরি করে। সেই দলের রিপোর্ট বলছে, ওই জঈশ হ্যান্ডলার ঘটনার দিন অন্তত ২৪ বার জঙ্গিদের সঙ্গে ফোনে কথা বলে ও নির্দেশ দেয়।

পাঠানকোট হামলার পিছনের জঈশ হ্যান্ডলার পালিয়েছে আফগানিস্তানে

আরও জানা গিয়েছে, এই জঙ্গি হ্য়ান্ডলারের বয়স কুড়ির ঘরে। পাকিস্তানে উপজাতি অধ্যুষিত এলাকায় বসে সে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখেছিল। পরে সুযোগ বুঝে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে পালিয়ে গিয়েছে।

পাঠানকোটের অপহৃত এসপি মহিলা সহকর্মীকে যৌন হেনস্থায় অভিযুক্ত!

পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই

ভারতের এআইএ প্রধান অজিত ডোভাল জানিয়েছিলেন, সম্ভবত পাঠানকোটের কাছেই সীমান্ত পেরিয়ে জঙ্গিরা ভারতে ঢকে হামলা চালায়। যার জেরে ৪ জঙ্গি ও ৭ জওয়ান প্রাণ হারিয়েছে। এই ঘটনায় মাসুদ আজহার ও তার জঙ্গি সংগঠন জঈশ-ই-মহম্মদও যে জড়িত তা স্পষ্ট করে বলা হয়েছে।

এর ভিত্তিতে পাকিস্তানে মামলা দায়ের করে তদন্ত চলছে। গুজরানওয়ালায় পাকিস্তানি পেনাল কোডের ৩০২, ৩২৪, ১০৯ ও জঙ্গি দমন ধারার ৭ ও ২১-ক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এর ভবিষ্যৎ কি তা বোধহয় একমাত্র ঈশ্বরই জানেন।

English summary
Jaish handler who directed pathankot attack flees to Afghanistan : Reports
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X