For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্কিত তথ্যচিত্র দেখতে দেখতেই Delhi University-তে আজাদি শ্লোগান! রামের নামেও উঠল পালটা ধ্বনি

  • |
Google Oneindia Bengali News

গুজরাত দাঙ্গা নিয়ে মোদীর উপর তৈরি বিবিসির তথ্যচিত্র ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আজ শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানো নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তা দেখতে দেখতেই 'আজাদি' শ্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। আর এরপরেই পালটা ক্যাম্পাসের মধ্যেই 'জয় শ্রী রাম' স্লোগান উঠতে শুরু করে।

তথ্যচিত্র দেখতে দেখতেই Delhi University-তে আজাদি শ্লোগান!

যা নিয়ে রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত বড়সড় কোনও ঘটনার খবর সামনে আসিনি। তবে নিরাপত্তা ক্যাম্পাসজুড়ে বাড়ানো হয়েছে।

ইতিমধ্যে বিবিসির তথ্যচিত্রকে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। আর এরপর থেকে আরও বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রের দাবি এই তথ্যচিত্র আসলে উসকানিমূলক। শুধু তাই নয়, এই ভিডিও ঘিরে অশান্তির আশঙ্কাও উড়িয়ে দিতে পারছে না সরকার। আর এরপরেই এই তথ্যচিত্রটি নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয়, সমস্ত ইউ টিউব এবং টুইটার থেকেও সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও বিরোধীদের দাবি, সত্য লুকানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এমনকি এই বিষয়ে কড়া ভাষায় মোদী সরকারকে আক্রমণ শানিয়েছে রাহুল গান্ধীও।

আর এর মধ্যেই প্রথমে জেএনইউতে প্রথম এই বিতর্কিত এই তথ্যচিত্র দেখানোর আয়োজন করা হয়। নিষেধাজ্ঞা উড়িয়েই তা দেখানো হয়। যদিও এর আগে গোটা ক্যাম্পাসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবং ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এরপরেও মোবাইল এবং ল্যাপটপে সবাই মিলে ওই তথ্যচিত্র দেখানো হয়।

আর এর মধ্যেই এসএফআইয়ের তরফে সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই তথ্যচিত্র দেখানোর ঘোষণা করা হয়।

সেই মতো Delhi University -তে আজ বিতর্কিত এই তথ্যচিত্রটি দেখানোর কথা ঘোষণা করা হয়। কলেজ কতৃপক্ষের নিষেধাজ্ঞা উড়িয়েই তা দেখানোর কথা বলা হয়। যদিও অশান্তি এড়াতে ক্যাম্পাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু এরপরেও ছাত্র-ছাত্রীরা মোবাইল-ল্যাপটপে এই তথ্যচিত্র দেখে। আর তা দেখতে দেখতেই আজাদি শ্লোগান দিতে থাকেন পড়ুয়ারা।

মূলত বাম মনোভাবাপন্ন পড়ুয়ারাই এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে। যার পালটা ক্যাম্পাসের মধ্যেই জয় শ্রী রাম শ্লোগান। স্লোগান-পাল্টা শ্লোগান ঘিরে সাময়িক ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে।

অন্যদিকে আজ শুক্রবার কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত এই তথ্যচিত্রটি দেখানো হবে বলে খবর। এজন্যে বড় স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে বলেও খবর। যদিও প্রেসিডেন্সি কতৃপক্ষ এই বিষয়ে কোনও অনুমতি দেয়নি বলেই খবর।

English summary
Jai shri ram slogan raised in Delhi University campus, raised Azadi slogan also after BBC documentary shown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X