For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রযুক্তিকে হাতিয়ার করে ভারতে বড়সড় নাশকতার ছক আইএসআইএস-এর

যেকোনও রকমের নাশকতা চালাতে কোনও কসরত বাকি রাখছে না আইএসআইএস জঙ্গিরা। এই জঙ্গি সংগঠনের নতুন হাতিয়ার হয়ে উঠেছে অত্যাধুনিক প্রযুক্তি। এনআইএ-এর এক তদন্তে উঠে এল এমনই তথ্য।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : যেকোনও রকমের নাশকতা চালাতে কোনও কসরত বাকি রাখছে না আইএসআইএস জঙ্গিরা। এই জঙ্গি সংগঠনের নতুন হাতিয়ার হয়ে উঠেছে অত্যাধুনিক প্রযুক্তি। আর সেই সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল বেশ কয়েকজন আইএস জঙ্গি। এনআইএ-এর এক তদন্তে উঠে এল এমনই তথ্য।[মুক্তির দাবিতে লাহোর কোর্টের দ্বারস্থ হাফিজ,তার 'অস্ত্র লাইসেন্স' বাতিল করল পাকিস্তান]

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির বা এনআইএ-এর তরফে এক তদন্তে জানা গিয়েছে, বেশ কয়েকটি অনলাইন চ্যাটিং সাইটের দ্বারা ভারতে বড়সড় সন্ত্রাস চালানোর ষড়যন্ত্রে লিপ্ত ছিল কয়েকজন আইএস জঙ্গি। ফেসবুক, স্কাইপ, ভাইভার, হোয়াটসঅ্যাপের মতো সাইটের মাধ্যমে সংযোগ চালিয়ে হামলার পরিকল্পনা করছিল বেশ কয়েকজিন আইএস জঙ্গি।[কাশ্মীরের 'পাথর ছোঁড়া প্রতিবাদীদের' শায়েস্তা করতে প্রতিরক্ষাবাহিনীর নতুন কৌশল]

প্রযুক্তিকে হাতিয়ার করে ভারতে বড়সড় নাশকতার ছক আইএসআইএস-এর

ভারতের মাটিতে নাশকতার ছক চালানোর অপরাধে আপাতত ৩ জন জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ। ধৃত এই ৩ ব্যক্তির নাম, ফারহান শেখ, আদলাল হাসান ও শেখ আজাহার উল ইসলাম। এরা চ্যাটিং সাইট গুলির দ্বারা সন্ত্রাস মনস্ক মানুষদের একজোট করছিল বলে অভিযোগ। ধৃতরা এই সাইটগুলি থেকে অনেকের সঙ্গে যোগাযোগ করে, নাশকতা চালানোর উদ্দেশ্যে টাকা জোগাড় করত এই ধৃত জঙ্গিরা। অনেক সময় জঙ্গি সংগঠনে যুবকদের নিযুক্তও করত তারা।[উত্তরপ্রদেশে দুটি রেল দুর্ঘটনার নেপথ্যে হাত ছিল পাকিস্তানি আইএসআইয়ের!]

ধৃত এই ৩ জঙ্গি এর আগে ইন্ডিয়ান মুজাহিদ্দিনের সঙ্গে যুক্ত ছিল বলে জানা যায়। অভিযুক্তরা অনেক কটি ভুয়ো ই-মেল আইডি তৈরি কেরছিল বলে খবর। এছাডা়ও প্রচুর রকমের ফোন নম্বর তারা ব্যবহার করত বলেও তদন্তে জানা গিয়েছে। এছা়ড়াও উঠে এসেছে আরও বেশ কয়েকটি তথ্য ।আইএস-এর মতো জঙ্গি সংগঠনের মতবাদ ছড়াতে তারা হাতিয়ার করেছিল ওই অনলাইন চ্যাটিং সাইটগুলিকে। কয়েকজন যুবককে ভারত থেকে নিয়ে তারা সিরিয়ায় আইএস ঘাঁটিতে প্রশিক্ষণের জন্যও নিয়ে যায়, বলে খবর।[জঙ্গিরা কত মাস মাইনে পায়? মৃত জঙ্গির পরিবার কত ক্ষতিপূরণ পায়? চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দাদের]

English summary
There is no dearth of technology and terrorists appear to use it the best. The investigation conducted by the National Investigation Agency in the Islamic State related case in India has revealed that the accused persons had used a host of services to stay in touch, plot and then attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X