For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরিয়ানার সরকারি ওয়েবসাইট হ্যাক করল আইএসআইএস

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ মার্চ : সারা বিশ্বে আতঙ্ক ছড়ানোর পর ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস এর নজর এবার ভারতে। এদেশেও যে ইতিমধ্যেই ডানা মেলতে শুরু করেছে এই সংগঠন তার সাক্ষ্য দিল জঙ্গিরা নিজেরাই।

হরিয়ানার সরকারি ওয়েবসাইট হ্যাক করল আইএসআইএস


জানা গিয়েছে হরিয়ানার একটি সরকারি শিক্ষা ও গবেষণা সংক্রান্ত ওয়েবসাইট জঙ্গিরা হ্যাক করেছে। আইএস তরফে হরিয়ানার সরকারি ওয়েবসাইট "স্টেট সেন্টার ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং" হ্যাক করে তাদের হোম পেজে নিজেদের উপস্থিতির সাক্ষ্য রেখেছে জঙ্গিরা। তারা সেখানে লিখেছে "হ্যাকড বাই ইসলামিক স্টেট (আইএসআইএস)। উই আর এভরিহোয়্যার", যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "আইএসআইএস দ্বারা ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। আমরা সর্বত্রই রয়েছি।"

হরিয়ানা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এটা দেখার পরই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। ওয়েবসাইটটি উদ্ধার করা গিয়েছে তবে ওই ওয়েবসাইটটি এখনই ব্যবহার করা যাবে না বলেও সরকারি তরফে জানানো হয়েছে। তাছাড়া হরিয়ানা সরকারের তরফে ইন্টারনেট প্রতারণা সংক্রান্ত একটি মামলাও রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

English summary
ISIS hacks Haryana govt's website; note says 'We Are Everwhere'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X