For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভায় উত্তরপ্রদেশে কার দখলে কটি আসন, অভ্যন্তরীণ সমীক্ষায় স্পষ্ট আভাস

২০১৪ সালে উত্তরপ্রদেশে সিংহভাগ আসন জিতে বিপুলভাবে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু পরবর্তী সমস্ত উপনির্বাচনে শুধু হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে। সপা-বসপা জোটের কাছে স্রেফ উড়ে গিয়েছে মোদীর দল।

Google Oneindia Bengali News

এবার লোকসভায় সকলের নজর যোগী-রাজ্যের দিকে। ২০১৪ সালে উত্তরপ্রদেশে সিংহভাগ আসন জিতে বিপুলভাবে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। তারপর এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল যোগী-রাজ। কিন্তু পরবর্তী সমস্ত উপনির্বাচনে শুধু হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে। সপা-বসপা জোটের কাছে স্রেফ উড়ে গিয়েছে মোদীর দল।

জোটই বাধা বিজেপির

জোটই বাধা বিজেপির

এবার কী হবে। এবারও জোট হয়েছে উত্তরপ্রদেশে। উত্তরের গুরুত্বপূর্ণ রাজ্যই শুধু নয়, এই রাজ্যেই একপ্রকা নির্ধারণ করে দেয় দিল্লির কুর্সিতে কে বসবে। বিজেপি কি পারবে মায়াবতী-অখিলেশের জোটকে উড়িয়ে দিয়ে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে। এই মর্মেই বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে নানা তথ্য।

ভরাডুবি নাকি প্রত্যাঘাত

ভরাডুবি নাকি প্রত্যাঘাত

এরই মধ্যে নাগপুর টাইমস পত্রিকায় প্রকাশিত বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা বলে উল্লেখিত সমীক্ষার ফল সামনে এসেছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে এবার বিজেপির ভরাডুবি হতে পারে। বিজেপি সাকুল্যে ৩০টি আসনে জিততে পারবে কি না, সংশয় প্রকাশ করা হয়েছে সমীক্ষা রিপোর্টে।

সমীক্ষায় কে কটা

সমীক্ষায় কে কটা

সমীক্ষায় আভাস, উত্তরপ্রদেশে সপা-বসপা জোটের পক্ষে যাবে প্রায় ৬০ শতাংশ আসন। অর্থাৎ ৮০টির মধ্যে ৪৫টি আসন পেতে পারে সপা-বসপা। বিজেপি আটকে যেতে পারে ২৯-এ। তাদের শরিকদল পেতে পারে একটি আসন। আর কংগ্রেস পেতে পারে ৫টি আসন।

[আরও পড়ুন:কোন অপরাধে হিন্দুরা কংগ্রেসকে শাস্তি দেবেন - বিকাশের বুলি ছেড়ে চেনা ছকে ফিরলেন মোদী][আরও পড়ুন:কোন অপরাধে হিন্দুরা কংগ্রেসকে শাস্তি দেবেন - বিকাশের বুলি ছেড়ে চেনা ছকে ফিরলেন মোদী]

গতবারের ফল

গতবারের ফল

গতবার এই রাজ্যের ৮০টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৭২টি আসন। একটি আসন গিয়েছিল এনডিএ শরিকদলের দখলে। দুটি আসন পায় কংগ্রেস, সমাজবাদী পার্টি জেতে পাঁচটি আসনে। ৮০টির মধ্যে ৭৩টি আসন নিয়ে বিজেপি সরকার গড়ার দিকে অনেকটা এগিয়ে যায়।

[আরও পড়ুন: নতুন দল গড়লেন তেজ প্রতাপ, লালুপ্রসাদের দুই ছেলে ভোট ময়দানে সম্মুখ সমরে][আরও পড়ুন: নতুন দল গড়লেন তেজ প্রতাপ, লালুপ্রসাদের দুই ছেলে ভোট ময়দানে সম্মুখ সমরে]

English summary
Internal survey report says BJP will face trouble in Uttar Pradesh in Lok Sabha Election. Recently the report in publish on the paper in Nagpur. The report says BJP will win only 29 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X