For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াঘায় আটকে থাকা সমঝোতা এক্সপ্রেসকে আটারিতে নিয়ে এল ভারতীয় বাহিনী

কাশ্মীরের ৩৭০ ধারা রদের পরেই সমঝোতা এক্সপ্রেসের বন্ধ করার কথা ঘোষণা করে পাকিস্তান। যার জেরে ওয়াঘাতেই আটকে যায় ট্রেন। শেষে রেলওয়ের পক্ষ থেকে ওয়াঘা সীমান্তে ইঞ্জিন পাঠিয়ে আটারিেত নিয়ে আসা হয় ট্রেনটি।

Google Oneindia Bengali News

কাশ্মীরের ৩৭০ ধারা রদের পরেই সমঝোতা এক্সপ্রেসের বন্ধ করার কথা ঘোষণা করে পাকিস্তান। যার জেরে ওয়াঘাতেই আটকে যায় ট্রেন। শেষে রেলওয়ের পক্ষ থেকে ওয়াঘা সীমান্তে ইঞ্জিন পাঠিয়ে আটারিেত নিয়ে আসা হয় ট্রেনটি।

ওয়াঘায় আটকে থাকা সমঝোতা এক্সপ্রেসকে আটারিতে নিয়ে এল ভারতীয় বাহিনী

আটারি রেলস্টেশনের সুপার অরবিন্দ কুমার গুপ্তা জানিয়েছেন, সকালেই আটারিতে পৌঁছনোর কথা সমঝোতা এক্সপ্রেসের। তবে পাকিস্তানের সিদ্ধান্তের পরেই সেই ট্রেন ওয়াঘা সীমান্তে থমকে যায়। দুপুরে একটি ইঞ্জিন এবং ভারতীয় বাহিনীর কয়েকজনকে পাঠানো হয় ওয়াঘা সীমান্তে পাঠানো হয়। সেখান থেকে আটারিতে ট্রেনটি নিয়ে আসতে বিকেল গড়িয়ে গিয়েছে।

প্রায় ১১০ জন যাত্রী ছিলেন ট্রেনে। বৃহস্পতিবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ ঘোষণা করেন এবার থেকে আর সমঝোতা এক্সপ্রেস চালাবে না পাকিস্তান। ট্রেনের বগি গুলি ইদের যাত্রী পরিবহণের জন্য বাড়তি কোচ হিসেবে ব্যবহার করা হবে। হঠা‌ৎ করে পাকিস্তানের এই ঘোষণায় বিপদে পড়েছিলেন সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা। আশঙ্কায় ভুগছিলেন তাঁরা। পাকিস্তান দায় ঝেড়ে ফেললেও ভারত কিন্তু তাঁদের দায়িত্ব নিয়ে সীমান্তে আটকে থাকা অবস্থা থেকে গন্তব্যে পৌঁছে দিয়েছে।

English summary
Indian Railway dispatched an engine, a driver and crew to bring back Samjhauta Express
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X