For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যাংগং লেকের চারধারে বাড়ছে চিনা আনাগোনা, সতর্ক ভারত নামিয়ে দিল ডক, স্পিডবোট

Array

Google Oneindia Bengali News

ভারতীয় সেনা নতুন ডক এবং স্পিড বোট নামাল প্যাংগং লেকে নজরদারি বাড়াতে। ১৪ হাজার ফুট উঁচুতে নতুন করে চিনের সেনার অন্তর্ভুক্তি দেখেই দ্রুত সিদ্ধান্ত নিল ভারতীয় সেনা।

চিনের আনাগোনা

চিনের আনাগোনা


পূর্ব লাদাখে যেদিন থেকে চিনের সেনার আনাগোনা বেড়েছে সেদিন থেকেই ভারতীয় সেনা নানাভাবে নিজেদের সিমানা নিশ্চিত করতে এবং সুরক্ষা বলয় বদল করতে সময় অন্তর সেনা বাড়িয়েছে আবার কখনও কমিয়েছে। সম্প্রতি চিনা সেনার এই লেকের আশেপাশে নতুন করে আনাগোনা শুরু হতেই তৎপর হয় ভারতের সেনা এবং ডক এবং স্পিড বোটে নজরদারির ব্যবস্থা করা হয় এখানে। প্রকৃত নিয়ন্ত্রন রেখায় চিনের সঙ্গে ভারতের সমস্যা ষাটের দশকে চিন যুদ্ধের পর থেকে খুব একটা হয়নি। গত দুই বছরে আচমকাই চাগাড় দিয়েছে ভারত চিনের সিমান্ত সমস্যা। আর তা নিয়ে মাঝে মাঝেই নতুন করে ভাবতে হচ্ছে ভারতে সেনাকে।

 সেনা কী বলছে?

সেনা কী বলছে?

ভারতীয় সেনার সূত্রে এই প্রসঙ্গে বলা হচ্ছে যে, এটা সেনার নজরদারির যে ক্ষমতা তাকে আরও বলশালী করবে। এও বলা হচ্ছে ভারতের কাছে এখম এমন নৌকা রয়েছে যা বিপক্ষকে সামলাতে পালটা মোকাবিলা করতে পারবে। বলা হচ্ছে যে ল্যান্ডিং যে ক্রাফট আছে তা ৩৫ জনের দলকে নিয়ে যেতে সক্ষম। অথবা ওতে ১২ জনের সেনার দল এবং একটি জিপ নিয়ে যাওয়া যাবে। স্পিড বোটের যে গতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার বলে জানা যাচ্ছে।

 ২০২১এই চুক্তি

২০২১এই চুক্তি

২০২১ সালেই ভারতীয় সেনা দুটি চুক্তিতে সই করেছিল স্পিড বোট এবং ল্যান্ডিং ক্রাফটের জন্য। তা এসে পৌঁছায় ২০২১ সালের দ্বিতীয়ার্ধে। এরপরে ডিসেম্বরের শেষের দিকে ৬৫ কোটি টাকার চুক্তি হয় ১২টি পেট্রলিং ক্রাফটের জন্য। তা চুক্তি হয়েছিল গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে। দ্বিতীয় যে চুক্তি তা হয়েছিল ১৭ জনের সেনার দল বহনকারী ফাইবারের তৈরি ল্যান্ডিং ডকের জন্য যার নীচের অংশ সম্পূর্ণ সমান হবে। এরই গতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার হবে বলে বলা হয়েছিল। সেটাই এখন কাজে লাগানো হচ্ছে।

প্যাংগং লেক

প্যাংগং লেক


এই প্যাংগং এখন এমন একটা জায়গা হয়ে গিয়েছে যা ব্যাপকভাবে স্পর্শকাতর। অনেক দিন আগে থেকেই এই লেকে আধিপত্য বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে সমস্যা ছিল। ১৩৫ কিলোমিটার লম্বা এই লেক। এর এক তৃতীয়াংশে ভারতের। এবার চিন চাইছে যে কোনওভাবে ওই অংশেও কামর বসাতে। সেটা স্বাবভাবিক কারণেই ভারত হতে দেবে না। আর সেটাই নাগাড়ে চেষ্টা করে যাচ্ছে চিন।

English summary
indo china problem in pangong lake
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X