For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বায়ু সেনার জন্য ৮৩টি তেজস সহ ২০০টি যুদ্ধবিমান কিনবে ভারত

বায়ু সেনার জন্য ৮৩টি তেজস সহ ২০০টি যুদ্ধবিমান কিনবে ভারত

Google Oneindia Bengali News

ভারতীয় বায়ু সেনা বাহিনীকে আরও শক্তিশালী ও বিমানের হ্রাস অবক্ষয়ের জন্য ২০০টি যুদ্ধবিমান কেনা হবে বলে রবিবার জানিয়েছেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার।

হ্যালের থেকে কেনা হবে তেজস

হ্যালের থেকে কেনা হবে তেজস

তিনি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী হ্যাল উৎপাদিত ৮৩টি এলসিএ তেজস ১এ অ্যাডভান্সড যুদ্ধ বিমান কেনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অজয় কুমার আরও জানিয়েছেন যে এগুলি ছাড়াও বায়ুসেনার অনুরোধের ভিত্তিতে আরও ১১০টি যুদ্ধবিমান কেনার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ‘‌মোট ২০০টি যুদ্ধবিমান কেনা হবে'‌। প্রতিরক্ষা সেক্রেটারি বলেন, ‘‌৮৩টি লাইট কমব্যাট এয়ারক্র‌্যাফ্ট মার্ক ওয়ান এ কেনার চুক্তি চূড়ান্ত করার স্তরে রয়েছে, অত্যাধুনিক ওই যুদ্ধবিমানগুলি ভারতের এই মুহূর্তে খুবই প্রয়োজন।'‌ তিনি আরও জানিয়েছেন যে অবশ্যই এ বছরেই এলসিএএস-এর চুক্তিতে সাক্ষর হবে।

বায়ুসেনার ঝুলিতে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক বিমান

বায়ুসেনার ঝুলিতে রয়েছে বেশ কিছু অত্যাধুনিক বিমান

প্রতিরক্ষা সচিবকে জিজ্ঞাসা করা হয় যে নতুন বিমানটি অধিগ্রহণের জন্য কোন সময়সীমা চূড়ান্ত করা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে চাই'‌‌। সচিব জানান, যুদ্ধবিমানের ডিজাইন চূড়ান্ত হয়ে গিয়েছে। এলসিএ মার্ক ১এ জেটস হ্যাল প্রত্যেক বছরে আট থেকে ১৬টি করে উৎপাদন করবে। যদি আরও প্রয়োজন হয়, তবে তা বাড়ানো হবে বলে জানান তিনি। বর্তমানে বায়ু সেনার কাছে সুখোই ৩০এমকেআইএস, মিরাজ ২০০এস, মিগ ২৯এস এবং এজিং জাগুয়ার্স ও মিগ ২১ বিসন যুদ্ধবিমান রয়েছে।

বাতিল মিগ–২৭ বিমান

বাতিল মিগ–২৭ বিমান

প্রসঙ্গত, সাতটি সুইং-উইং মিগ-২৭ যুদ্ধবিমানের সর্বশেষ বিমানটি ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু গত ২৭ ডিসেম্বর তাকে বাতিল করা হয়েছে।

<strong> ‌রাজ্যপাল ছাড়াই হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান</strong> ‌রাজ্যপাল ছাড়াই হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান

English summary
The contract for HAL-manufactured 83 LCA Tejas Mark 1 A advanced fighter jets are in the final stages, Ajay Kumar said,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X