For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে বাড়ছে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা, টিকা নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা কেন্দ্রের

দেশে বাড়ছে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা, টিকা নিয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা কেন্দ্রের

Google Oneindia Bengali News

ভারতে ক্রমেই মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা মহামহামারীর পর নয়া আতঙ্কের নাম মাঙ্কি পক্স। যে হারে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে টিকার প্রয়োজন হয়ে পড়েছে। কেন্দ্রীয় আধিকারিকরা জানিয়েছেন, ইতিমধ্যে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে।

ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা

ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা

নীতি আয়োগের আধিকারিক তথা কোভিড-১৯ জাতীয় টাস্ক ফোর্সের প্রধান বিনোদ কুমার পল জানিয়েছেন, বিশ্বের সঙ্গে ভারতে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। মাঙ্কি পক্সের ভ্যাকসিনের বিষয়টি ভারত চিন্তাভাবনা করতে শুরু করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে আলোচনা করেছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইউরোপীয় ইউনিয়নের মাঙ্কি পক্স ভ্যাকসিনের অনুমোদন

ইউরোপীয় ইউনিয়নের মাঙ্কি পক্স ভ্যাকসিনের অনুমোদন

মাঙ্কি পক্সের বাড় বাড়ন্ত ঠেকাতে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন একটি ভ্যাকসিনের অনুমতি দিয়েছে। বায়োটেকনোলজির সংস্থার বাভারিয়ান নার্ডিকের ইমভেমেক্স টিকা মাঙ্কি পক্সের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম বলে ইউরোপীয় ইউনিয়নের তরফে জানানো হয়েছে। ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার প্রধান কার্য নির্বাহী জানিয়েছেন, পল চ্যাপলিন জানিয়েছেন, এই টিকা মাঙ্কি পক্সের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। তবে টিকার আরও উৎপাদনের জন্য পরিকাঠামো ও বিনিয়োগের প্রয়োজন। কয়েক দশক ধরে আফ্রিকা মহাদেশের একাধিক দেশে মাঙ্কি পক্সে আক্রান্তের খবর পাওয়া যায়। সম্প্রতি সেই সংক্রমণ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তবে ইউরোপের বিভিন্ন দেশে মাঙ্কি পক্সের সংক্রমণ সব থেকে বেশি। পরিস্থিতির ওপর নজর রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ভারতে মাঙ্কি পক্সের সংক্রমণ বাড়ছে

ভারতে মাঙ্কি পক্সের সংক্রমণ বাড়ছে

ভারতে ক্রমেই মাঙ্কি পক্সের সংক্রমণ বাড়ছে। কেরল থেকে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্তের খবর পাওয়া যায়। বর্তমানে ভারতে চার জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। দিল্লি থেকে মাঙ্কি পক্সে আক্রান্ত এক ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে। তিনি বিদেশ সফর করেননি। হিমাচল প্রদেশের সিমলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তাঁর শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ দেখতে পাওয়া যায়। মাঙ্কি পক্স সন্দেহে হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার মাঙ্কি পক্সের উপসর্গ নিয়ে দিল্লিতে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও তেলেঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশে মাঙ্কি পক্স নিয়ে একাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রকের একাধিক পদক্ষেপ

স্বাস্থ্য মন্ত্রকের একাধিক পদক্ষেপ

দেশে মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ পাওয়ার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রক সতর্কতা হিসেবে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের বিশেষ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শরীরে গুটি উঠলেই তা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে আক্রান্ত ব্যক্তিদের নিভৃতবাসের পরামর্শ দেওয়া হয়েছে। শরীরে গুটি উঠলেই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ট সম্পর্কে এলে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, আইসিএমআরের তরফে জানানো হয়েছে, দেশের ১৫টি পরীক্ষাগারে মাঙ্কি পক্সের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দেশবাসীকে মৃত বা বন্য প্রাণীর মাংস খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
India starts discussions with vaccine maker for monkey pox after increasing infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X