For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খানিকটা স্বস্তি মিলল, দু’‌মাসে এই প্রথম নতুন আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি

দু’‌মাসে এই প্রথম নতুন আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি

Google Oneindia Bengali News

দেশের করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমেই ভয়ানক হয়ে উঠছে। দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,২৯,৯৪২ জন, যা দেশে মোট কোভিড রোগীর সংখ্যাকে নিয়ে গিয়েছে ২,২৯,৯২,৫১৭–তে। তবে দেশে দৈনিক সংক্রমণ খানিকটা কমল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩,৮৭৬ জনের এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৯,৯৯২।

বাড়ছে করোনার চোখরাঙানি, ১০ দিনের কড়া লকডাউন জারি তেলেঙ্গানায়বাড়ছে করোনার চোখরাঙানি, ১০ দিনের কড়া লকডাউন জারি তেলেঙ্গানায়

 নতুন কেসের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি

নতুন কেসের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি

গত বছরের করোনা ওয়েভের চেয়ে এ বছরের দ্বিতীয় ওয়েভ সাংঘাতিকভাবে সংক্রমণ ছড়াচ্ছে। মঙ্গলবার ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭,১৫,২২১। তবে দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,৫৬,০৮২ জন এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১,৯০,২৭,৩০৪। দু'‌মাসে এই প্রথম ভারতে নতুন কেসের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। অধিকাংশ করোনা কেস নিয়ে শীর্ষে থাকা পাঁচটি রাজ্য হল কর্নাটক (‌৩৯,৩০৫)‌, মহারাষ্ট্র (‌৩৭,২৩৬)‌, তামিলনাড়ু (‌২৮,৯৭৮)‌, কেরল (‌২৭,৪৮৭)‌ এবং উত্তরপ্রদেশ (‌২১,২৭৭)‌। এই পাঁচটি রাজ্য থেকে ৪৬.‌৭ শতাংশ নতুন কোভিড কেস রিপোর্ট হয় এবং একা কর্নাটকই ১১.‌৯১ শতাংশ কেসের দায়িত্ব নিয়েছে।

 সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে

সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে

সোমবার গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছে ৩,৬৬,১৬১ এবং মৃত্যু হয়েছে ৩,৭৫৪ জনের। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সোমবার মহারাষ্ট্র, কর্নাটক ও দিল্লি সহ ১০টি রাজ্যে দেশের নতুন করোনা কেসের ৭৩.‌৯১ শতাংশ বোঝা বহন করেছে। অন্যদিকে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এই দশটি রাজ্য দেশের মোট সক্রিয় কেসের মধ্যে ৮২.‌৮৯ শতাংশ বহন করছে। স্বাস্থ্য মন্ত্রক এও জানিয়েছে যে দশটি রাজ্য মিলে নতুন করে মৃত্যুর ৭২.‌৮ শতাংশ বহন করছে।

 বিশ্ব থেকে আসা সাহায্য

বিশ্ব থেকে আসা সাহায্য

বিশ্বের প্রত্যেকটি দেশ থেকে আসা ত্রাণ হিসাবে ৬,৭৩৮ অক্সিজেন কনসেনট্রেটর, ৩,৮৫৬টি অক্সিজেন সিলিন্ডার, ১৬ অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, ৪,৬৬৮টি ভেন্টিলেটর সহ ৩ লিটারের বেশি রেমডেসিভির বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরবরাহ করা হয়েছে।

English summary
sees more recoveries than new cases for first time in 2 months in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X