For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫৬ টি দেশের নাগরিকদের বৈধ 'ই ভিসা' পুনরুদ্ধার করছে ভারত

১৫৬ টি দেশের নাগরিকদের বৈধ 'ই ভিসা' পুনরোদ্ধার করছে ভারত

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ কমতেই এবার ভিসা সিস্টেমে বদল আনছে ভারত। ১৫৬টি দেশের নাগরিকদের দেওয়া সমস্ত বৈধ পাঁচ বছরের ই-ট্যুরিস্ট ভিসা এবং সমস্ত দেশের নাগরিকদের নিয়মিত অফলাইন ভিসা অবিলম্বে পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

১৫৬ টি দেশের নাগরিকদের বৈধ ই ভিসা পুনরোদ্ধার করছে ভারত

একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের নাগরিকদের দেওয়া সমস্ত বর্তমানে বৈধ দীর্ঘ মেয়াদী (১০ বছর) নিয়মিত ট্যুরিস্ট ভিসাগুলিও পুনরোদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। নতুন দীর্ঘ মেয়াদী (১০ বছরের) পর্যটন ভিসা মার্কিন এবং জাপানের নাগরিকদের দেওয়া হবে বলেও জানা গিয়েছে৷ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমানে বৈধ ই-ট্যুরিস্ট ভিসা পাঁচ বছরের জন্য জারি করা হয়েছে, যা ২০২০ সালের মার্চ থেকে স্থগিত করা হয়েছিল। ১৫৬ টি দেশের নাগরিকদের কাছে থাকা ৫ বছরের ভিসা পুনরোদ্ধার করা হবে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। এই ১৫৬টি দেশের নাগরিকরাও ভিসা ম্যানুয়াল ২০১৯ অনুযায়ী নতুন ই-ট্যুরিস্ট ভিসা পাওয়ার যোগ্য হবেন।

বর্তমানে বৈধ নিয়মিত (কাগজ) ট্যুরিস্ট ভিসা ৫ বছরের জন্য সমস্ত দেশের বিদেশী নাগরিকদের দেওয়া হয়ে থাকে৷ যা ২০২০ সালের মার্চ থেকে স্থগিত ছিল বর্তমানে এটিকেই পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছে সরকার। পুনরুদ্ধার সময়ে সময়ে আরোপিত বিধিনিষেধ সাপেক্ষে যোগ্য দেশের নাগরিকদের পাঁচ বছরের মেয়াদ পর্যন্ত নিয়মিত পর্যটন ভিসাও জারি করা হবে বলে জানা গিয়েছে৷

ভারতীয় গণতন্ত্রে 'ফেসবুক'-এর হস্তক্ষেপ বন্ধ করুন, বললেন সোনিয়া গান্ধীভারতীয় গণতন্ত্রে 'ফেসবুক'-এর হস্তক্ষেপ বন্ধ করুন, বললেন সোনিয়া গান্ধী

সূত্রের খবর বিদেশি ভ্রমনার্থীদের জন্য দেশে ঢোকার পদ্ধতিকে সহজ করা হয়েছে এই নতুন নিয়মে৷ ট্যুরিস্ট এবং ই-ট্যুরিস্ট ভিসায় থাকা বিদেশী নাগরিকরা 'বন্দে ভারত মিশন' বা 'এয়ার বাবল' স্কিমের অধীনে বা যে কোনও ফ্লাইট সহ শুধুমাত্র মনোনীত সি ইমিগ্রেশন চেক পোস্ট (আইপি) বা বিমানবন্দর আইসিপিগুলির মাধ্যমে ভারতে প্রবেশ করতে পারবেন।

ডিজিসিএ বা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দ্বারা অনুমোদিত ফ্লাইটগুলি থেকে তাঁরা দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তেও যেতে পারবেন ৷ একইসঙ্গে সরকারে পক্ষ থেকে জানানো হয়েছে কোন অবস্থাতেই বিদেশী নাগরিকদের স্থল সীমান্ত বা নদীপথ দিয়ে পর্যটক ভিসা বা ই-ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করতে দেওয়া হবে না। এবং এই সরকারি নির্দেশাবলী আফগানিস্তানের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে না। তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা জারি করা অন্য নিয়ম মেনে পরিচালিত ই-ইমার্জেন্সি এক্স-মিস ভিসা পাওয়ার জন্য আবেদন করতে পারেন।

English summary
India is reinstating valid e-visas for citizens of 156 countries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X