For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট রাখা দেশের তালিকায় উন্নতি ভারতের

নতুন বছরে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট রাখা দেশের তালিকায় উন্নতি ভারতের

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরের শুরুতেই সুখবর দেশবাসীর জন্য৷ শক্তিশালী পাসপোর্টে রয়েছে এরকম দেশের তালিকায় কয়েক কদম উঠে এল ভারত৷ প্রতিবছর বিশ্বে শক্তিশালী পাসপোর্টেধারী দেশগুলির তালিকা প্রকাশ করে থাকে হেনলি পাসপোর্ট সূচক৷ সম্প্রতি তারা ২০২২ এর জন্য এই তালিকা প্রকাশ করেছে।

কিভাবে এই তালিকা তৈরি করে সংস্থাটি?

কিভাবে এই তালিকা তৈরি করে সংস্থাটি?

কোনও দেশে বিশ্বের অন্য কোনো দেশের প্রবেশের ক্ষেত্রে নেওয়া ভিসার উপরই নির্ভর করে এই তালিকা প্রকাশ করে হেনলি নামক সংস্থাটি৷ যাত্রার পূর্বে নেওয়া ভিসা ছাড়াই অন্য কোনও দেশে প্রবেশের সুযোগ পাওয়া-ই এখানে শক্তির সূচক হিসেবে নির্ধারিত হয়। যেমন এই তালিকায় শীর্ষে থাকা জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট সহ যে কেউ বিশ্বের ১৯৩ দেশে আগে নেওয়া ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। আবার এর উল্টোটা তালিকায় নীচের দিকে থাকা আফঘানিস্তান ও পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে, দেশে দুটির পাসপোর্ট সহ পূর্বনির্ধারিত ভিসা ছাড়া ২৬ টি ও ৩১টি দেশে সফর করতে পারবেন যাত্রীরা!

কতটা উন্নতি ভারতের?

কতটা উন্নতি ভারতের?

২০২১ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত ছিল ৯০ নম্বরে৷ সেখান থেকে সাত ধাপ উঠে ভারতের বর্তমান র‍্যাঙ্ক ৮৩। আগে পূর্বনির্ধারিত ভিসা ছাড়া ভারতীয় পাসপোর্টে ৫৮টি দেশে ভ্রমণ করা যেত। এখন সে সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০ -এ। ভারতকে ভিসা অন অ্যারাইভালে স্বীকৃতি দেওয়া নতুন দুটি দেশ হল, ওমান এবং আর্মেনিয়া!

২০২২ সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের দেশগুলি হল

২০২২ সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের দেশগুলি হল

১)জাপান, সিঙ্গাপুর (১৯৩ দেশে স্বীকৃত)
২)জার্মানি, দক্ষিণ কোরিয়া ( ১৯০ দেশে স্বীকৃত)
৩)ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন (১৮৯ দেশে স্বীকৃত)
৪) অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন (১৮৮ দেশে স্বীকৃত)
৫) আয়ারল্যান্ড, পর্তুগাল (১৮৭ দেশে স্বীকৃত)
৬)বেলজিয়াম, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র (১৮৬ দেশে স্বীকৃত)
৭)অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, গ্রীস, মাল্টা (১৮৫ দেশে স্বীকৃত)
৮)পোল্যান্ড, হাঙ্গেরি (১৮৩ দেশে স্বীকৃত)
৯) লিথুয়ানিয়া, স্লোভাকিয়া (১৮২ দেশে স্বীকৃত)
১০) এস্তোনিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া (১৮১ দেশে স্বীকৃত)

২০২২ সালে সবচেয়ে খারাপ পাসপোর্টের দেশগুলি

২০২২ সালে সবচেয়ে খারাপ পাসপোর্টের দেশগুলি

১০৪) উত্তর কোরিয়া (৩৯ দেশে স্বীকৃত)
১০৫) নেপাল এবং ফিলিস্তিনি অঞ্চল (৩৭ দেশে স্বীকৃত)
১০৬)সোমালিয়া ( ৩৪ দেশে স্বীকৃত)
১০৭) ইয়েমেন ( ৩৩ দেশে স্বীকৃত)
১০৮)পাকিস্তান ( ৩১ দেশে স্বীকৃত)
১০৯) সিরিয়া ( ২৯ দেশে স্বীকৃত)
১১০)ইরাক (২৮ দেশে স্বীকৃত)
১১১) আফগানিস্তান ( ২৬ দেশে স্বীকৃত)

English summary
India has improved its number in the list of the world's strongest passport holders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X