For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের নিচে! সংক্রমণে অষ্টম আর মৃত্যুতে ষষ্ঠ বাংলা

শনিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৮, ১৪, ৩০৪ -তে। মৃত্যু হয়েছে ৯৫ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫৪, ৯১৮-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৩ শতাংশ। সব

  • |
Google Oneindia Bengali News

শনিবার সকালে সারা দেশে(India) করোনা ভাইরাসে(coronavirus) সংক্রমণের সংখ্যা ১,০৮, ১৪, ৩০৪ -তে। মৃত্যু হয়েছে ৯৫ জনের। এদিন সকালে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৫৪, ৯১৮-তে। দেশে মৃত্যুর হার (death) ১.৪৩ শতাংশ। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১০৫, ১০, ৭৯৬ জন।

কৃষকদের 'চাক্কা জ্যাম' কর্মসূচি, মোতায়েন ৫০ হাজার নিরাপত্তারক্ষী! দিল্লিতে কোন প্রভাব, জানাল কৃষক সংগঠনগুলিকৃষকদের 'চাক্কা জ্যাম' কর্মসূচি, মোতায়েন ৫০ হাজার নিরাপত্তারক্ষী! দিল্লিতে কোন প্রভাব, জানাল কৃষক সংগঠনগুলি

ভারতে আক্রান্ত ১,০৮, ১৪, ৩০৪

ভারতে আক্রান্ত ১,০৮, ১৪, ৩০৪

শনিবার সকালে সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০৮, ১৪, ৩০৪। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১, ৭১৩ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১,৪৮, ৫৯০।

বেড়েছে সুস্থতার হার

বেড়েছে সুস্থতার হার

এদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এখনও পর্যন্ত ১০৫, ১০, ৭৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪, ৪৮৮ জন। এদিন সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭. ১৯ %-এ। মৃত্যুর হার ১.৪৩%।

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, অষ্টম স্থানে বাংলা

সংক্রমণ সব থেকে বেশি কেরলে, অষ্টম স্থানে বাংলা

২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল । আক্রান্তের সংখ্যা ৫,৬১০ । সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৭, ৮০৭। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩,৮৩৩ জনের। সেখানে ২৪ ঘন্টায় সেখানে ১৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২,৬২৮। ২৪ ঘন্টায় সেখানে দেশের মধ্যে সব থেকে বেশি ৪০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩,৫১৩ জন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৪৮৯ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ জনের, সুস্থ হয়েছেন ৫০৬ জন। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। সেখানে ৪৩০ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৭০ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে ছত্তিশগড়। ৩৩৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়েছেন ২৬৩ জন। ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাত । ২৬৭ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৪২৫ জন। মৃত্যু হয়েছে ১ জনের। সপ্তম স্থানে রয়েছে পঞ্জাব। সেখানে ১৯৯ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২১৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের। অষ্টমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আক্রান্তের সংখ্যা ১৯৪ জন। সুস্থ হয়েছেন ২৯৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। তারপরেই রয়েছে তেলেঙ্গানা। মৃত্যুতে সারা দেশে মহারাষ্ট্র রয়েছে প্রথমস্থানে, কেরল রয়েছে দ্বিতীয়স্থান, তৃতীয় স্থানে রয়েছে ছত্তিশগড়। চতুর্থস্থানে রয়েছে তামিলনাড়ু (৪), কর্নাটক ও উত্তরাখণ্ড (৩)। এরপরেই রয়েছে বাংলা(২) ।

২৪ ঘন্টায় ৬, ৫৯. ৪২২ টি স্যাম্পেল পরীক্ষা

২৪ ঘন্টায় ৬, ৫৯. ৪২২ টি স্যাম্পেল পরীক্ষা

আইসিএমআর-এর তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ ঘন্টায় ৭, ৪০, ৭৯৪ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ২০, ০৬, ৭২, ৫৮৯ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

বিশ্বে আক্রান্ত, সুস্থ ও মৃত

এদিন সকালে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০৫, ৯১৬, ৪২৮ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২, ৩০৯, ০৩৩ জনের। সুস্থ হয়েছেন ৭৭, ৫৩৬, ২৯৩ জন।

English summary
India coronavirus tally for sixth february, welness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X