For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে বিপদ! আমেরিকায় পাওয়া ভয়ঙ্কর সংক্রমক XBB.1.5-এর খোঁজ এবার ভারতেও

হাতে আর মাত্র কয়েক ঘন্টা! গোটা বিশ্ব নতুন বছরকে স্বাগত জানাবে। আর বছর শেষে আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট XBB.1.5 । ভারতীয় সার্স কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়ামের (INSACOG) তথ্য অনুযায়ী, Omicron-এর XBB.1.5

  • |
Google Oneindia Bengali News

হাতে আর মাত্র কয়েক ঘন্টা! গোটা বিশ্ব নতুন বছরকে স্বাগত জানাবে। আর বছর শেষে আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট XBB.1.5 । ভারতীয় সার্স কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়ামের (INSACOG) তথ্য অনুযায়ী, Omicron-এর XBB.1.5 সাবভেরিয়েন্ট ডিসেম্বরেই ভারতে আতঙ্ক বাড়াচ্ছে।

আর এই ভ্যারিয়েন্টের প্রথম আক্রান্তের খোঁজ মিলল গুজরাতে। ইতিমধ্যে bf.7 -এর ঘিরে ক্রমশ বাড়ছে আতঙ্কের পারদ। আর এর মধ্যেই ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টের খোঁজ ভারতের মেলার পর উদ্বেগ আরও বাড়ছে।

আমেরিকাতে সবথেকে বেশি XBB.1.5-আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। একাধিক মানুষ সে রাজ্যে নতুন করে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন।

 ৩৪ টি দেশে ছড়িয়ে পড়েছে।

৩৪ টি দেশে ছড়িয়ে পড়েছে।

XBB ভেরিয়েন্টটি BA.2.10.1 এবং BA.2.75 এর সমন্বয়ে গঠিত। যেটি কিনা ভার‍ত সহ বিশ্বের ৩৪ টি দেশে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই ভ্যারিয়েন্ট ওমিক্রনের সমস্ত ভ্যারিয়েন্টের তুলনাতে সবথেকে ভয়ঙ্কর। ভারতে আপাতত bf.7 -এর ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ মিলেছে গুজরাত এবভং ওডিশাতে। গুজরাটে bf.7-এ আক্রান্ত করোনা রোগীদের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের পরে, Omicron-এর XBB.1.5 রূপের প্রথম কেসটি প্রকাশ্যে এসেছে। আর তা সামনে আসার পরেই আতঙ্ক আরও দ্বিগুণ হয়েছে।

XBB.1.5 একেবারে আলাদা একটি সাব-ভ্যারিয়েন্ট

XBB.1.5 একেবারে আলাদা একটি সাব-ভ্যারিয়েন্ট

মহারাষ্ট্রের বর্ষীয়ান চিকিৎসক ডঃ প্রদীপ আওয়াতে জানাচ্ছেন, আমরা ভাইরাসটির জেনেটিক পরিস্থিতির উপর নজর রাখছি। রাজ্যে ১০০ শতাংশ জিনোমিক সিকোয়েন্সিং করা হচ্ছে। এমনকি বিদেশ থেকে ভারতে আসা সবাইকে থার্মাল স্কিনিং করা হচ্ছে। এমনকি দুই শতাংশ র‍্যান্ডম স্যাম্পেলিং শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক। পজিটিভ সমস্ত নমুনাগুলিকেও জিনোমিক সিকোয়েন্সিং করা হচ্ছে বলেও জানানো হয়েছে। তবে XBB.1.5 একেবারে আলাদা একটি সাব-ভ্যারিয়েন্ট বলে জানিয়েছেন প্রদীপবাবু। এই ভাইরাস কীভাবে ছড়াচ্ছে তা এখনও স্পষ্ট নয় বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা।

ভারতে বিপদ ডেকে আনছে না তো

ভারতে বিপদ ডেকে আনছে না তো

ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট BF.7 ইতিমধ্যে চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স এবং ডেনমার্ক সহ বিশ্বের অন্যান্য অনেক দেশে পাওয়া গিয়েছে। ভারত এই সংক্রমণ এখনও পর্যন্ত অনেক কম। তবে Omicron ভেরিয়েন্টের XBB সাব-ভেরিয়েন্টের আরও সংক্রমণ সামনে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনাতে আক্রান্ত হওয়ার ঘটনার মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ XBB ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানানো হয়েছে। সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে করোনার নয়া এই ভ্যারিয়েন্টের প্রথম খোঁজ পাওয়া যায়। এবার সেই ভ্যারিয়েন্ট ভারতে বিপদ ডেকে আনছে না তো? আশঙ্কা উড়িতে দিতে পারছেন না বিশ্লেষকরা।

English summary
India Corona Update: Omicron variant XBB.1.5 found in Gujrat, first time in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X