For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনকে পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারত, কাশ্মীর থেকে সেনা যাচ্ছে লাদাখে

Google Oneindia Bengali News

লাদাখ সীমান্তে ভারত-চিনের মধ্যকার পরিস্থিতির ২৬তম দিনেও শান্তির কোনও চিহ্ন নেই। উল্টে প্ররোচনামূলক ভাবে চিনের তরফে লাদাখ সীমান্তে বাড়তি সেনা ও যুদ্ধ সরঞ্জাম মজুত করার খবর প্রকাশ পেয়েছে। এই পরিস্থিতিতে পিছু হটতে নারাজ ভারতও। কাশ্মীর থেকে ব্যাপক সংখ্যায় সেনা লাদাখ সীমান্তে পাঠানো হচ্ছে বলে খবর মিলেছে।

এলএসি-তে জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে চিন

এলএসি-তে জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে চিন

সূত্রের খবর, লাদাখের কাছে এলএসি-তে জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে চিন। গালওয়ান নালা এলাকায় শেষ দু'সপ্তাহে তারা ১০০টি টেন্ট তৈরি করেছে। ইতিমধ্য়েই এনিয়ে তিন সেনার প্রধান জেনেরাল বিপিন রাওয়াত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কাশ্মীর থেকে লাদাখে নিয়ে যাওয়া হচ্ছে সেনা

কাশ্মীর থেকে লাদাখে নিয়ে যাওয়া হচ্ছে সেনা

লাদাখে সেনা বাড়াতে গিয়ে কাশ্মীরের নিরপত্তা কমানো হচ্ছে না তো? এই প্রশ্ন স্বভাবতই উঠেছে। তবে সেনার তরফে জানানো হয়েছে যেসব সেনা কাশ্মীরে রিজার্ভে ছিল, তাঁদেরকেই লাদাখে নিয়ে যাওয়া হচ্ছে। লাদাখের দূরবুক গ্রামের মানুষরা বলছেন, প্রতি রাতে প্রায় ৭০ থেকে ৮০টি ট্রাক-গাড়ি তারা চিনা সীমান্তে যেতে দেখেছে। তবে এই পরিমাণ নিয়ে মুখ খোলেনি সেনা। তাদের বক্তব্য, সেনার জন্য সাপ্লাইও নিয়ে যাওয়া যাচ্ছে। সব ট্রাকেই সেনা বা যুদ্ধ সরঞ্জাম নেই।

ভারত ও চিন সেনার মধ্যে উত্তেজনা তৈরি

ভারত ও চিন সেনার মধ্যে উত্তেজনা তৈরি

দিন কয়েক আগেই লাদাখ সীমান্তে ভারত ও চিন সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয়। চিন নিজেদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করে। এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজেশনকে দিয়ে এলএসি-র পাশে নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করলে তাতে বাধা দেয় চিনের সেনা। রুখে দাঁড়ায় ভারতীয় সেনাও। তারপর থেকে লাদাখের তিন জায়গায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুই দেশের সেনার মধ্যে।

দুই দেশই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে

দুই দেশই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে

এই উত্তপ্ত পরিস্থিতির জেরে দুই দেশের তরফেই স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে এলএসি এলাকায় সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। তবে মনে করা হয়েছিল যে শান্তির বার্তা দেওয়ায় সেনা কমাবে চিন। তবে পূর্ব লাদাখসহ গালওয়ান নালা এলাকায় এবং প্যাঙগং লেকের উত্তর দিকে অন্তত পাঁচটি এলাকায় প্রায় আরও চিনা সেনা মোতায়েনের খবর আসতেই পরিস্থিতি বদলে যায়। জানা গিয়েছে আকসাই চিন অঞ্চলেও চিন সেনা বাড়িয়েছে।

অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম নিয়ে প্রস্তুত চিন

অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম নিয়ে প্রস্তুত চিন

এরই মধ্যে জানা গিয়েছে টাইপ ১৫ ট্যাঙ্ক, জেড ২০ হেলিকপ্টর সহ জিজে ২ ড্রোন লাদাখ সীমান্তে নিয়ে আসা হয়েছে চিনা সেনার তরফে। এসব সরঞ্জাম ব্যবহার করে উচ্চতায় ভারতের উপর অ্যাডভান্টেজ থাকবে চিনের। যুদ্ধের পরিস্থিতি উপনীত হলে নিঃসন্দেহে চিনকে সাহায্য করবে এই সরঞ্জামগুলি। এর পাল্টা জবাব দিতেই এই ব্যপক হারে সৈন্য সমাগম করতে উদ্যত হয়েছে ভারত।

<strong>অনুপ্রবেশের চেষ্টা রুখে বড় সাফল্য ভারতীয় সেনার! কাশ্মীর সীমান্তে খতম ৩ জঙ্গি</strong>অনুপ্রবেশের চেষ্টা রুখে বড় সাফল্য ভারতীয় সেনার! কাশ্মীর সীমান্তে খতম ৩ জঙ্গি

English summary
India china stand off, Indian Army Sends Reinforcements from Kashmir to Ladakh as China beef up their security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X