For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গালওয়ানে গুলি চলেনি একটাও, তাহলে লাদাখে ভারত-চিন সংঘর্ষে দুই পক্ষের সেনার মৃত্যু কীভাবে?

Google Oneindia Bengali News

লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষ৷ সেনা সূত্রে খবর, সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিনজন৷ যার মধ্যে এক আধিকারিক ও দু'জন জওয়ান রয়েছেন৷ এই ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছে রাজনৈতিকমহল৷

ভারতীয় সেনার তরফে বিবৃতি

ভারতীয় সেনার তরফে বিবৃতি

সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারত-চিন সেনার হাতাহাতিতে দু'পক্ষই হতাহত হয়েছে৷ সেনাসূত্রে খবর, ভারতীয় সেনাকর্মীদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি৷ চিনা জওয়ানদের সঙ্গে হাতাহাতিতে মৃত্যু হয়েছে৷

দু'পক্ষের সেনা আধিকারিকরা ঘটনাস্থলে

দু'পক্ষের সেনা আধিকারিকরা ঘটনাস্থলে

শেষ পাওয়া খবর অনুযায়ী, দু'পক্ষের সেনা আধিকারিকরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এদিকে চিনা সেনার হামলার জবাব দেয় ভারতীয় সেনাও। ভারতীয় সেনার তরফে দাবি করা হয়েছে যে ভারতীয় সেনার হাতে নিহত হয় পিপলস লিবারেশন আর্মির ৫ সদস্যও।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখে

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখে

শান্তি আলোচনার অলিন্দে যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখে তার আঁচ পাওয়া যাচ্ছিল গত কয়েকদিন ধরেই। প্রসঙ্গত ১৯৭৫ সালের পর এই প্রথমবার লাদাখে ভারত-চিন সংঘাতে কোনও ভারতীয় সেনা প্রাণ হারালেন। জানা গিয়েছে যে পাথর ছোড়াছুড়িতেই দুই সেনার মধ্যে এই বিবাদ সৃষ্টি হয়।

বেজিংয়ের অভিযোগ

বেজিংয়ের অভিযোগ

এদিকে, বেজিংয়ের অভিযোগ, সীমান্ত পার করে চিনাদের উপর হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এদিকে এই পরিস্থিতি সামনে আসতেই জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সিডিএস বিপিন রাওযাত ও তিন বাহিনীর প্রধান এই বৈঠকে উপস্থিত।

লাদাখে চিনকে শায়েস্তা করার ব্লুপ্রিন্ট আঁকতে সেনা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক রাজনাথের

English summary
India China face off in ladakh, alleged stone pelting or fist fight resulted death of army men
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X