For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালফৌজের অন্তত ২০০ জনের দল LAC-তে চলে আসে! সেনার এই আধিকারিকের বক্তব্য চমকে দেবে

গালওয়ানের স্মৃতি এখনও টাটকা! আর এর মধ্যেই ফের একবার সংঘাতে জড়াল ভার‍ত এবং চিনের সেনাবাহিনী। আর তা নিয়ে নতুন করে উত্তেজনা অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)- এর Tawang সেক্টরে। গত ৯ তারিখ একেবারে সকালে Tawang সেক্টরের বিত

  • |
Google Oneindia Bengali News

India-China Face-Off: গালওয়ানের স্মৃতি এখনও টাটকা! আর এর মধ্যেই ফের একবার সংঘাতে জড়াল ভার‍ত এবং চিনের সেনাবাহিনী। আর তা নিয়ে নতুন করে উত্তেজনা অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)- এর Tawang সেক্টরে। গত ৯ তারিখ একেবারে সকালে Tawang সেক্টরের বিতর্কিত Yangtse এলাকাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এই ঘটনা ঘটে।

আর এই সংঘাতে দুই দেশেরই একাধিক জওয়ান আহত ((India-China Face-Off) বলে খবর। ভারতের দিকে ৩০ জনেরও বেশি জওয়ানের আহত হওয়ার খবর সামনে আসছে। তাঁদের অসমের একটি সেনা হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে বলে খবর। এই ঘটনায় কারোর মৃত্যু হয়নি বলেই খবর।

২০০ জনের একটি দল LAC পার করার চেষ্টা করে

২০০ জনের একটি দল LAC পার করার চেষ্টা করে

যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে এক সেনা অফিসার এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টহলদারির সময়ে চিনের অন্তত ২০০ জনের একটি দল LAC পার করার চেষ্টা করে। এমনকি রীতিমত ভারতের ভুখন্ডে পা রাখারও চেষ্টা হয় বলে ওই সেনা আধিকারিক জানিয়েছেন। যদিও পালটা প্রস্তুত ছিল ভারতীয় সেনাও। চিনের সমস্ত ছক ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়। আর তা করতেই সংঘাতে ভারত এবং চিনের বাহিনী জড়িয়ে পড়ে বলে দাবি ওই কর্তার। শুধু তাই নয়, ধাক্কা দিয়ে সীমান্ত থেকে লাল ফৌজকে ভারতীয় সেনার জওয়ানরা বার করে দেয় বলেও দাবি।

পেট্রোলিংয়ের কাজে বাধা দেওয়া হয়

পেট্রোলিংয়ের কাজে বাধা দেওয়া হয়

অন্যদিকে সরকারি এক আধিকারিক News18-কে সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, ভারতীয় সেনবা রুটিন মাফিক পেট্রোলিং করার কথা ছিল। কিন্ত্য সেই পেট্রোলিং করার আগেই এলাকা নিয়ে বাদানুবাদ শুরু করে লাল ফৌজ। এবং তাঁরা ভারতীয় সেনার টহলদারির কাজে বাধা দেয় বলেও দাবি ওই কর্তার। আর তা নিয়েই সংঘাতের সূত্রপাত বলে জানিয়েছেন তিনি। বেশ কিছুক্ষন ধরে ভারত এবং চিনের বাহিনীর মধ্যে হাতাহাতি চলে বলে জানাচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক। তাঁর দাবি, ভারতীয় সেনার থেকে অনেক বেশি আক্রান্ত হয়েছে চিনের জওয়ানরা।

ওই আধিকারিকের কথা মতো, ভারতীয় জওয়ানদের আঘাত খুব একটা গুরুতর নয়। তাঁদের হাতে, পায়ে এবং পিঠে লেগেছে। এমনকি মুখেও ঘুষির কারণে আঘাত লেহেছে বলে দাবি করা হয়েছে।

সমস্ত এজেন্সিগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে

সমস্ত এজেন্সিগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে

যদিও সরকারি ভাবে ভারত কিংবা চিনের তরফে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনা নতুন করে উত্তেজনা বাড়াবে বলেই মত বিশ্লেষকদের। তবে এই ঘটনা নতুন নয়। Tawang- যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি হাগজা। আর এই সমস্ত অঞ্চলে একাধিকবার চিনের সঙ্গে সংঘাতের ঘটেছে ভারতের। তবে গালওয়ানের পর এটিই বড় ঘটনা বলে দাবি করা হচ্ছে। তবে এই ঘটনার পরেই সমস্ত এজেন্সিগুলিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

Arunachal সীমান্তে ভারত এবং লালফৌজের মধ্যে সংঘাত! আহত দুপক্ষের একাধিক Arunachal সীমান্তে ভারত এবং লালফৌজের মধ্যে সংঘাত! আহত দুপক্ষের একাধিক

English summary
India-China Face-Off: 200 PLA force came at LAC, how Face-Off happened at Tawang
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X