For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Independence Day: 'আপনজন হারানোর যন্ত্রণা দেয়', জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আর কি বললেন রাষ্ট্রপতি কোবিন্দ

কাউন্টডাউন শুরু! রাত পোহালেই ৭৫ তম স্বাধীনতা দিবস। ইতিমধ্যে সেজে উঠেছে গোটা দেশ। শুধু তাই নয়, আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ। সেজে উঠেছে লালকেল্লা। রবিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

কাউন্টডাউন শুরু! রাত পোহালেই ৭৫ তম স্বাধীনতা দিবস। ইতিমধ্যে সেজে উঠেছে গোটা দেশ। শুধু তাই নয়, আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ। সেজে উঠেছে লালকেল্লা। রবিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

তবে এই বছরও করোনা পরিস্থিতিতে ছোট করে হচ্ছে সমস্ত অনুষ্ঠান। সতর্ক থাকার কথা বলছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। স্বাধীনতা দিবসের প্রাককালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সেখানে সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, করোনা এখনও চলে যায়নি।

ভাষণে আর কি বললেন রাষ্ট্রপতি কোবিন্দ

ফলে সাবধান থাকার কথা কোবিন্দের মুখে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আরও কি বললেন রাষ্ট্রপতি?

১) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রামনাথ কোবিন্দ বলেন, দেশে সংক্রমণ কমলেও করোনা এখনও চলে যায়নি। ফলে সাধারন মানুষকে করোনা বিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে দ্রুত ভ্যাকসিন নেওয়ার কথাও মানুষকে বলেন কোবিন্দ। তাঁর মতে করোনার বিরুদ্ধে একমাত্র রক্ষাকবচ ভ্যাকসিন। ৫০ কোটির বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। সকলকে আবেদন করছি সকলে ভ্যাকসিন নিন ও সকলকে উৎসাহিত করুন।

২) করোনাতে যারা সামনে থেকে লড়াই করছেন তাঁদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি কোবিন্দ। যেভাবে সামনে থেকে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মীরা লড়াই করছেন সে প্রশংসা রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে এদিন। একই সঙ্গে করোনা যোদ্ধাদেরও কাজের প্রশংসা করেন কোবিন্দ।

তাঁর মতে, স্বাস্থ্য কর্মী থেকে ডাক্তাররা যেভাবে সাহায্য করেছে তাতেই করোনার সেকেন্ড ওয়েভ দ্রুত কন্ট্রোলে আনা গিয়েছে। তবে করোনার কারণে যেভাবে মৃত্যু হয়েছে দেশে তা যন্ত্রণাদায়ক। এমনকি কোবিন্দ নিজে কাছের মানুষ হারানোর যন্ত্রণা উপলব্ধি করেছেন। ফলে সেই সমস্ত পরিবারকে এদিন সমবেদনা জানান রাষ্ট্রপতি।

৩) করোনার কারণে বিনা পয়সায় রেশন আগামী দিওয়ালি পর্যন্ত দেওয়া হবে। করোনার কারণে ৬ লক্ষ ২৮ হাজার কোটি টাকার প্যাকেজ সরকার ঘোষণা করেছে। শহর ও গ্রামীণ সব ক্ষেত্রেই উন্নয়ন চোখে পড়ছে। ভারতের গ্রামীণ এলাকাকে উন্নত করাই আমাদের লক্ষ্য। কারণ মূল ভারতের বাস গ্রামীণ ভারতেই। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে এমনটাই জানিয়েছেন তিনি।

৪) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের শুরুতেই এদিন উঠে এসেছে অলিম্পিকের কথা। কোবিন্দ বলেন, টোকিও অলিম্পিকে ইতিহাস তৈরি করেছে ভারত। সবচেয়ে বেশি পদক জিতেছে। মহিলাদের অবদানের কথাও উঠে আসে তাঁর ভাষণে। কোবিন্দ বলেন, দেশের মেয়েরা এগিয়ে এসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের সব অভিভাবকদের মেয়েদের এগিয়ে দিতে আবেদন করব।

৫) কাশ্মীর নিয়েও বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, কাশ্মীরে নবজাগরণের সূচনা আমি দেখতে পাচ্ছি। সবপক্ষের সঙ্গে সরকার আলোচনা করেছে। আগামী দিনে কাশ্মীর উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তাঁর বিশ্বাস দেশের মানুষের সামনে তুলে ধরেন।

৬) গণতন্ত্রের নতুন ভবন, সংসদ ভবন নতুন করে তৈরি হতে চলেছে। এই ভবন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশকে অন্য উচ্চতায় তুলে নিয়ে যাবে। ৭৫ তম জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে এমনটাই বক্তব্যে রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

৭) এছাড়াও রাষ্ট্রপতি কোবিন্দ তাঁর ভাষনে পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মানুষকে পরিবেশ নিয়ে সতর্ক হওয়ার কথা বলেন। পাশাপাশি করোনার কারণে যে সমস্ত মানুষ সমস্যায় পড়েছেন তাঁদের পাশে থাকার বার্তা দেন রাষ্ট্রপতি। তাঁর দাবি, সরকার পাশে আছে এই সমস্ত মানুষের।

এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনার কথা এদিন তাঁর ভাষনে তুলে ধরেন কোবিন্দ।

English summary
Independence Day 2021: Read the Highlights of President Ram Nath Kovind's Speech in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X