For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেসরকারি হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও গুজরাতের অধিকাংশ এলাকা স্বাস্থ্য বিমার বাইরে

বেসরকারি হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও গুজরাতের অধিকাংশ এলাকা স্বাস্থ্য বিমার বাইরে

Google Oneindia Bengali News

গুজরাতের ৮৫.‌৩ শতাংশ শহরাঞ্চল ও ৮৭.‌৩ শতাংশ গ্রামীণ এলাকা কোনও স্বাস্থ্য বিমার আওতায় নেই। এমন তথ্য জানিয়েছে, জাতীয় পরিসংখ্যান অফিসের (‌এনএসও)‌ '‌ভারতের স্বাস্থ্য’‌ রিপোর্ট, যা ২০১৭–১৮ সালে ৭৫ রাউন্ড জাতীয় নমুনা সমীক্ষা (‌এনএসেএস)‌ করে পাওয়া গিয়েছে।

বেশিরভাগ রোগীই ভর্তি হন বেসরকারি হাসপাতেল

বেশিরভাগ রোগীই ভর্তি হন বেসরকারি হাসপাতেল

মহামারির প্রভাবের ফলে স্বাস্থ্য সেবা ও হাসপাতালের ব্যয় আবারও মনোযোগ কেড়েছে। বিশেষ করে আহমেদাবাদ ও সুরাতে যেখানে বেশিরভাগ রোগীই বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন। শহরাঞ্চলে যেখানে ৪.‌১ শতাংশ রোগী সরকারি পৃষ্ঠপোষকতা গ্রহণ করেছিলেন, সেখানে ৩.‌৫ শতাংশ নিয়োগকর্তা স্বাস্থ্য বিমা দিয়েছিলেন। শুধুমাত্র বিমা সংস্থাগুলি থেকে ৭.‌১ শতাংশ স্বাস্থ্য বিমা নেওয়া হয়েছে। গ্রামীণ গুজরাতে ১১.‌২ শতাংশ সরকারি প্রকল্প গ্রহণ করেছে, নিয়োগকর্তারা দিয়েছে ০.‌৭ শতাংশ এবং বিমা সংস্থাগুলি থেকে ০.‌৮ শতাংশ বিমা নেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালে ভর্তির সংখ্যা কম

সরকারি হাসপাতালে ভর্তির সংখ্যা কম

এটা উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ যে শহরাঞ্চলের ৭০.‌৩ শতাংশ ও গ্রামের ৫৩.‌৬ শতাংশ বেসরকারি সুবিধায় হাসপাতালে ভর্তি হয়েছেন। শহর ও গ্রামীণ অঞ্চলে সরকারী উদ্যোগে হাসপাতালে ভর্তির অংশ ছিল যথাক্রমে ২১.৩% এবং ৪০.১%। বাকি রোগীরা চ্যারিটি/‌প্রতিষ্ঠানের ভতুর্কিযুক্ত হাসপাতালে যান।

গুজরাতে বেসরকারি হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তি

গুজরাতে বেসরকারি হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তি

গুজরাতে শহরাঞ্চলে বেসরকারি হাসপাতালে ৭০.‌৩ শতাংশ ভর্তি হন, যা ভারতের মধ্যে সর্বোচ্চ পঞ্চম স্থানে রয়েছে এবং জাতীয় গড় ৬১.‌৪ শতাংশের তুলনায় তা অনেক বেশি। জানা গিয়েছে, গুজরাতে সম্মিলিতভাবে, ৬২% রোগী বেসরকারী হাসপাতালে, ৩১.১% সরকারী হাসপাতালে এবং ৭.‌৩% চ্যারিটি / ট্রাস্ট পরিচালিত হাসপাতালগুলিতে গিয়েছেন। সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, মোট ২২.‌২ শতাংশ উত্তরদাতারা জানিয়েছেন যে তাঁরা প্রত্যেকে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন। গ্রামীণ ও শহরাঞ্চলে বেসরকারী ক্ষেত্রে গড়ে হাসপাতালের ভর্তি ব্যয় ছিল ২৫,০২৭ এবং ২৯,২৮১ টাকা।

 বিমাকারীদের সংখ্যা বাড়েনি

বিমাকারীদের সংখ্যা বাড়েনি

আহমেদাবাদ হাসপাতাল ও এএইচএনএ-এর সভাপতি ডাঃ ভারত গাধবি জানিয়েছেন যে গত পাঁচ বছরে বিমা করা রোগীদের সংখ্যা বাড়েনি। তিনি বলেন, ‘‌আমরা প্রায়শই স্বাস্থ্য বিমাকে মার্চে হওয়া কর বাঁচানোর উপায় হিসাবে দেখি, তবে একটি বিমাকে আরও বেশি ব্যয়িত বিশেষ পদ্ধতিগুলির সঙ্গে পছন্দ করা হয়।'‌

পেট্রোলের দাম আজ ফের আগুন! কলকাতা সহ মেট্রো শহরে দর একনজরে পেট্রোলের দাম আজ ফের আগুন! কলকাতা সহ মেট্রো শহরে দর একনজরে

English summary
increase in the number of admissions to private hospitals most areas of gujarat are out of health cover
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X