For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বায়ু দূষণের কারণেই বেড়ে চলেছে হৃদরোগের সংখ্যা, দাবি নতুন সমীক্ষার

বায়ু দূষণের কারণেই বাড়ছে হৃদরোগের সংখ্যা, দাবি নতুন সমীক্ষার

Google Oneindia Bengali News

প্রতিনিয়ত দূষণের হাতে একটু একটু করে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি আমরা। পরিবেশ থেকে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে তাজা বাতাস। তার বদলে দূষিত বাতাসেই আমাদের নিঃশ্বাস নিতে হচ্ছে। অনেকেই তাই বাধ্য হয়ে মাস্ক ব্যহার করছেন। এই দূষণের জন্য সাধারণ মানুষের দেহে বাসা বাঁধছে বিভিন্ন ধরনের রোগ। দক্ষিণ ভারতে এক নতুন পরীক্ষায় জানা গিয়েছে, উচ্চস্তরের বায়ু দূষণের কারণে হতে পারে হৃদরোগ। এপিডেমিওলজি নামের এক আন্তর্জাতিক জার্নালে প্রকাশি ত হয়েছে যে বায়ু দূষণের জন্য কার্ডিওভ্যাসকুলার ডিজিস (‌সিভিডি), যার ফলে স্ট্রোক ও হৃদরোগে আক্রান্তের মত ঘটনা ঘটে, তা হতে পারে।

বায়ু দূষণের কারণে হার্ট অ্যাটাক

বায়ু দূষণের কারণে হার্ট অ্যাটাক

সমীক্ষায় প্রকাশিত হয়েছে, ক্ষতি করতে পারে এমন উচ্চ পর্যায়ের বায়ু দূষণের জন্য সিআইএমটি (‌ক্যারোটিড ইন্টিমা-মিডিয়া থিকনেস)‌ সূচক বেড়ে যায়, যার ফলে অথেরোস্কেলেরোসিস প্রভাব ফেলে সিভিডির ওপর, যার জন্য স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।

কিভাবে সমীক্ষায় এই বিষয়টি উঠে এল?‌

কিভাবে সমীক্ষায় এই বিষয়টি উঠে এল?‌

গবেষকরা এই পরীক্ষার জন্য নিম্ন-মধ্য-আয়ের দেশ ভারতকে বেছে নিয়েছিল। যেখানে প্রত্যেক বছর জোর কদমে বেড়ে চলেছে বায়ু দূষণ। এই সমীক্ষাতে দক্ষিণ ভারতের হায়দরাবাদ, তেলঙ্গনা রাজ্যের ৩,৩৭২টি বাইরের অঞ্চল অংশ নেয়। গবেষকরা ল্যান্ড-ইউজ রিগ্রেসন (‌লুর)‌ নামে এক অ্যালগোরিদম ব্যবহার করেছিল। যেটি বাতাসে থাকা কণাগুলির পরিমাণ নির্ধারণ করতে পারে। এটি সিআইএমটি এবং বায়ু দূষণের মধ্যের সম্পর্কটি স্থাপিন করার জন্য করা হয়েছিল। অংশগ্রহণকারীরা গবেষকদের কাছ থেকে জানতে চায় যে তাঁরা কি ধরনের জ্বালানি তেল রান্নার কাজে ব্যবহার করবে।

সমীক্ষার ফলাফল

সমীক্ষার ফলাফল

যে ফলের আশা করিছিল ঠিক সেটাই হয়েছে। গবেষণায় উঠে আসে উচ্চ স্তরের বায়ু দূষণের কারণেই প্রত্যেক বছর সিআইএমটি বেড়ে যায়। বিশেষ করে তা পুরুষদের বেশি হয়, ৪০ বছর বা ঊর্ধ্বতন বয়সের পুরুষদের মধ্যেই হৃদরোগের ঝঁুকি বেশি দেখা যায়।

English summary
Studies show that CIMT increases every year due to high levels of air pollution,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X