For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গা পুজোয় লতার সুরে গাইলেন কিশোর, কিশোরের সুরে গাইলেন লতাও

দুর্গা পুজোয় লতার সুরে গাইলেন কিশোর ,কিশোরের সুরে গাইলেন লতাও

Google Oneindia Bengali News

এইচ. এম.ভি .কোম্পানির ভাবনা নিঃসন্দেহে বেশ অভিনব, পুজোর গানে সুর দেবেন লতা মঙ্গেশকর,গাইবেন কিশোরকুমার,আবার কিশোর কুমারের সুরে গাইবেন লতা৷ ১৯৭৪সালে এইচ.এম.ভি. কোম্পানির পুজোর দুটি গানে সুর দিয়েছিলেন লতা মঙ্গেশকর গেয়েছিলেন প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী কিশোরকুমার আবার কিশোরকুমারের সুরে লতা কণ্ঠ দিয়েছিলেন দুটি গানে ৷

দুর্গা পুজোয় লতার সুরে গাইলেন কিশোর, কিশোরের সুরে গাইলেন লতাও

গানে সুর করার জন্য মুকুল দত্তের লেখা অনেক গানের থেকে দুটি গান স্বয়ং নির্বাচিত করেছিলেন ভারতীয় সঙ্গীতের জীবন্ত লেজেণ্ড লতা মঙ্গেশকর, গান দুটি হল 'তারে আমি চোখে দেখিনি,এবং 'আমি নেই ভাবতেই ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়'৷ একদিন হঠাৎ লতা মঙ্গেশকরের ফোন গিয়েছিল বিশিষ্ট গীতিকার মুকুল দত্তের কাছে, তাঁর কাছে জানতে চেয়েছিলেন কি করছেন,মুকুল বাবু শুটিংয়ে যাবার কথা জানালে লতা বলেছিলেন আজ শুটিংয়ে দেরি করলে মুকুল দত্তের অসুবিধা হবে না,দরকার হলে লতা ছবির প্রযোজক কে বলে দেবেন,সঙ্গে বলেছিলেন মুকুল দত্ত যেন গানের খাতাগুলো সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে আসেন৷

কিছুক্ষন অপেক্ষার পর গান পড়ে শোনাতে লাগলেন গীতিকার মুকুল দত্ত, অনেক গানের মধ্যে দুটি গান পছন্দ হয়েছিল লতা মঙ্গেশকরের৷ মুকুল দত্ত কে লতা বলেছিলেন গানের কথাগুলো তাঁর খুব ভালো লেগেছে,তিনি গানগুলি বাংলায় লিখে দিন, অন্য কাউকে দিয়ে লতা হিন্দিতে অনুবাদ করে নেবেন৷ কারণ সুর করতে গেলে গানের কথার গভীরে ঢুকতে হবে,আর কোন দুটো গান কিশোরকুমার তাঁর সুরে গাইবেন সেকথা যেন তিনি তাকে না বলেন৷ এইচ.এম.ভি.কোম্পানির অভিনব বিষয়টি কিশোরকুমার জেনে গিয়েছিলেন,গীতিকার মুকুল দত্ত বাড়ি ফিরতেই তাঁর কাছে এবার ফোন এল কিশোরের৷

ফোনে বললেন এইচ.এম.ভি. থেকে বলেছে এবার পুজোয় লতা সুর দেবে,আমি গাইব,আর আমি সুর দেব লতা গাইবে৷ মুকুলবাবু বললেন ,সে খুব ভাল কথা,অসুবিধের কী আছে৷ রসিকতার সুরেই বোধহয় বলেছিলেন কিশোর ! সব গান মুকুল দত্ত লিখবেন,কিন্তু তাঁর তুলনায় লতার গান ভাল হলে তিনি কিন্তু বেজায় অখুশি হবেন৷ যাই হোক দু'জনের আরও অনেক কথার মাঝে মুকুল দত্ত কিংবদন্তি কিশোরকুমার কে বলেছিলেন -দেখুন লতাজির গানটা যদি ভালো হয় সেটা গাইছেন আপনি৷ আর আপনার দেওয়া সুরে লতাজির গান যে ভালো হবেই তা বলার অপেক্ষা রাখে না৷

তাহলে অসুবিধেটা কোথায় বলুন? কিশোরকুমারের গাওয়া দুটি গানে অনবদ্য সুর দিয়েছিলেন লতা মঙ্গেশকর৷ নিজে গান দুটি গেয়ে কিশোরকুমার কে গান তুলিয়েছিলেন৷ প্রথম রেকর্ডিং হয়েছিল 'তারে আমি চোখে দেখিনি'৷ কিশোরকুমার বলেছিলেন এই গান প্রথম গাইলে তাঁর গলা খুলবে৷ লতা মঙ্গেশকর বলেছিলেন যদি দুটো গান আজ হয়ে যায় তাহলে তিনি কাল তাঁর সুরের দুটো গান গাইবেন৷ সত্যিই পরদিন কিশোরকুমারের সুরে লতা গাইলেন 'প্রিয়তম কী লিখি তোমায়'৷ এর উল্টো পিঠে রাগাশ্রয়ী একটি গান ছিল 'ভালবাসার আগুন জ্বেলে'৷ ১৯৭৪সালে এইচ এম ভি থেকে বের হওয়া লতা,কিশোরের পুজোর চারটি গান দারুন জনপ্রিয় হয়,বলা বাহুল্য আজও গানগুলি একই রকম জনপ্রিয়৷

তথ্য : কত কী রয়েছে লেখা

English summary
lata gave music diretion to kishore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X