For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস আতঙ্কের জের, দক্ষিণ ভারতে বিমানের ভাড়া কমলো প্রায় ৪০ শতাংশ

করোনা ভাইরাস আতঙ্কের জের, দক্ষিণ ভারতে বিমানের ভাড়া কমলো প্রায় ৪০ শতাংশ

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই গোটা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে। গোটা পৃথিবীতে মৃতের সংখ্যা ৪০০০-র গণ্ডি ছাড়িয়েছে। একই সাথে আক্রান্তের সংখ্যাও দেড় লক্ষের সীমা অতিক্রম করেছে।

ভারতে ইতিমধ্যে ৫০ জনের শরীরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব

ভারতে ইতিমধ্যে ৫০ জনের শরীরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব

করোনার গ্রাসে ভারতও। ইতিমধ্যেই প্রায় ৫০ জনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা গেছে। তালিকায় রয়েছে দক্ষিণ ভারতের একাধিক শহর। করোনা আতঙ্কের জেরে ইতিমধ্যেই বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও শেয়ার মার্কেটে ব্যাপক পতন লক্ষ্য করা গেছে। এবার সেই তালিকা থেকে বাদ গেল না অমসারিক বিমান চলাচলও।

এসি ট্রেনের থেকেও কম বিমান ভাড়া

এসি ট্রেনের থেকেও কম বিমান ভাড়া

সূ্ত্রের খবর, করোনা আতঙ্কের জেরে দক্ষিণ বারতে গত ৫-৬ দিনের মধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের ভাড়া প্রায় ৪০ শতাংশ কমেছে। পতনের হার এতটাই তীব্র যে বেঙ্গালুরু থেকে দেশের অন্যান্য শহরে বিমান ভাড়া এসি ট্রেনের ভাড়া থেকেও নীচে চলে গেছে।

মার্চের ভাড়ায় রেকর্ড পতন

মার্চের ভাড়ায় রেকর্ড পতন

ট্র্যাভেল এজেন্টরা বলেছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েও বেঙ্গালুরু-মুম্বাইয়ের বিমানে ইকোনমি ক্লাসে টিকিটের দাম ঠিল প্রায় সাড়ে তিন হাজার টাকা। তা বর্তমানে নেমে গেছে ২০০০ টাকায়। গোএয়ার, ইন্ডিগো এবং এয়ারএশিয়ার বিমানেও একই ভাড়া। এই রুটে এসি ট্রেনের টিকিট মূল্য যেখানে প্রায় ১,৯৯৫ টাকা।

ভাড়ায় পারাপতন বেঙ্গালুরু-দিল্লি রুটেও

ভাড়ায় পারাপতন বেঙ্গালুরু-দিল্লি রুটেও

অন্যদিকে বেঙ্গালুরু-দিল্লি রুটেও ভাড়াও যথেষ্ট হ্রাস পেয়েছে বলে জানা যাচ্ছে। ১০ মার্চ এই রুটে ফ্লাইটের টিকিট প্রায় ৩,৩০০ টাকায় পাওয়া যায়, যা এক সপ্তাহ আগে ছিল ৫,৮০০ টাকা। যেখানে এই রুটে রাজধানীর টিকিট মূল্য প্রায় ৫২০০ টাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দক্ষিণ ভারতে যেহেতু বেশি প্রভাব ফেলেছে সেই আতঙ্ক থেকেই মানুষ বিমানযাত্রাকে এড়িয়ে চলছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

English summary
After the outbreak of the Corona virus, airline fares in South India are down by around 40 per cent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X