For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত চব্বিশ ঘন্টায় কোভিডে সর্বাধিক মৃত্যু ছয় রাজ্যে, চাঞ্চল্যকর রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রকের

গত চব্বিশ ঘন্টায় কোভিডে সর্বাধিক মৃত্যু ছয় রাজ্যে, চাঞ্চল্যকর রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রকের

  • |
Google Oneindia Bengali News

কোভিডের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণে ক্রমশ ফাঁস শক্ত হচ্ছে জনস্বাস্থ্যের গলায়। একদিকে যেমন বাড়ছে বিদেশি স্ট্রেনের আক্রমণ, অপরদিকে পুনরায় লকডাউনের চিন্তায় শঙ্কিত ভারতীয় অর্থনীতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের তথ্যানুযায়ী, এ বছরের প্রত্যহ আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ে ফেলেছে গত ২৪ ঘন্টা! যদিও গত একদিনে মোট কোভিড মৃত্যুর প্রায় ৮৩%-ই যে ভারতের মাত্র ৬টি রাজ্যের, সে খবরে চমকিত বিশেষজ্ঞরা।

গত একদিনে মৃত্যু ২৭৫ জনের!

গত একদিনে মৃত্যু ২৭৫ জনের!

গত চব্বিশ ঘন্টায় ভারতে করোনায় মৃত্যুর প্রায় ৮৩.২৭%-ই মাত্র ছয়টি রাজ্যের বাসিন্দা, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার ও কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে এমনটাই। মৃত্যুর নিরিখে এ বছর রেকর্ড গড়েছে বুধবার, মারা গেছেন ২৭৫ জন, জানাল কেন্দ্র। ছয় রাজ্যের তালিকায় রয়েছে মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড়, কেরল, তামিলনাড়ু ও কর্ণাটক।

গত একদিনে মৃত্যুহীন বেশ কয়েকটি অঞ্চল

গত একদিনে মৃত্যুহীন বেশ কয়েকটি অঞ্চল

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাবে, গত ২৪ ঘন্টায় কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্য মিলিয়ে মোট ১২টি স্থানে করোনায় মৃত্যুসংখ্যা শূন্য। উড়িষ্যা, লাক্ষাদ্বীপ, লাদাখ, মণিপুর, দাদরা ও নগর হাভেলি, মেঘালয়, মিজোরাম, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সহ নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে মারা যাননি একজনও। পাশাপাশি কেন্দ্রের তথ্যানুযায়ী, বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,১৭,৩৪,০৫৮ জন ও মারা গেছেন প্রায় ১,৬০,৪৪১ জন।

কোভিড জোয়ারে বানভাসী মহারাষ্ট্র

কোভিড জোয়ারে বানভাসী মহারাষ্ট্র

করোনার প্রথম পর্যায়ের সংক্রমণের ন্যায় দ্বিতীয় জোয়ারেও সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৫.৩৩ লক্ষ, গত চব্বিশ ঘন্টায় শুধু মহারাষ্ট্রে মারা গেছেন ১৩২ জন। পাশাপাশি পাঞ্জাবে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,২৭৪ জন, গত একদিনে মারা গেছেন ৫৩ জন। অন্যদিকে মঙ্গলবার ছত্তিশগড়ে আক্রান্ত হয়েছেন ১,৯১০ জন এবং গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন প্রায় ২০ জন নাগরিক।

 একদিনে কেরল-তামিলনাড়ুতে মৃত্যু ২০ জনের

একদিনে কেরল-তামিলনাড়ুতে মৃত্যু ২০ জনের

করোনার করাল থাবা ক্রমশ গ্রাস করছে দক্ষিণ ভারতকে। মঙ্গলবার নতুন করে কেরলে আক্রান্ত হয়েছেন ১,৯৮৫ জন, মারা গেছেন ১০ জন। তামিলনাড়ুতেও নবআক্রান্তের সংখ্যা ১,৪৩৭ জন, মারা গেছেন ১০ জন। যদিও মৃত্যুর নিরিখে অপেক্ষাকৃত ভালো স্থানে রয়েছে কর্ণাটক। মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন যথাক্রমে ২,০১০ জন ও ৫ জন কর্ণাটকবাসী।

সচিন বেজ ঘনিষ্ঠ দুই পুলিশ অফিসারের বদলি, বড়সড় রদবদল মুম্বই ক্রাইম ব্রাঞ্চেসচিন বেজ ঘনিষ্ঠ দুই পুলিশ অফিসারের বদলি, বড়সড় রদবদল মুম্বই ক্রাইম ব্রাঞ্চে

English summary
Uncontrolled covid in the last 24 hours, the highest death in six state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X