For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে পাঁচ বছরে বিজেপি বিধায়কের ৫ বছরে সম্পত্তি বেড়েছে ১৩৯৭ শতাংশ হারে

মধ্যপ্রদেশে সব দল মিলিয়ে ফের ভোটে লড়তে চলা বিধায়কদের সম্পত্তির পরিমাণ গত পাঁচ বছরে গড়ে বেড়েছে ৭১ শতাংশ।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে সব দল মিলিয়ে ফের ভোটে লড়তে চলা বিধায়কদের সম্পত্তির পরিমাণ গত পাঁচ বছরে গড়ে বেড়েছে ৭১ শতাংশ। ১৬৭জন প্রার্থী ফের একবার ২০১৩ সালের মতোই ভোটে লড়তে চলেছেন। নির্বাচন কমিশনে জমা করা হলফনামা অনুযায়ী ২০১৩ সালে গড়ে বিধায়কদের ছিল ৫.১৫ কোটি টাকার সম্পত্তি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ৮.৭৯ কোটি টাকা।

হলফনামা যাচাই করেছে এডিআর-এর

হলফনামা যাচাই করেছে এডিআর-এর

হলফনামা যাচাই করেছে এডিআর ও মধ্যপ্রদেশ ইলেকশন ওয়াচ। আসলে গতবারের মতোই লড়ছেন ১৭৪ জন। তবে বাকী সাতজনের হলফনামা যাচাই করা যায়নি।

মোট ১৭৪জন বিধায়ক

মোট ১৭৪জন বিধায়ক

এর মধ্যে বিজেপির রয়েছেন ১০৭ জন বিধায়ক। তাদের গড় সম্পত্তি ৪ কোটি থেকে বেড়ে গড়ে ৮ কোটি হয়েছে। গড়ে বেড়েছে ৮৪.৬৪ শতাংশ। কংগ্রেসের ৫৩জন বিধায়কের ৬ কোটি টাকার সম্পত্তি বেড়ে গড়ে ৯ কোটি টাকা হয়েছে।

বেড়েছে সব দলের বিধায়কদের

বেড়েছে সব দলের বিধায়কদের

পাশাপাশি বহুজন সমাজ পার্টির চার বিধায়কদের সম্পত্তি গড়ে ১৩৯.৯৯ শতাংশ বেড়ে ৩ কোটি থেকে ৭ কোটি টাকা হয়েছে। একজনমাত্র সমাজবাদী পার্টি বিধায়কের সম্পত্তি ৩১১.৫৮ শতাংশ বেড়ে ১ কোটি টাকায় পৌঁছেছে।

সবার আগে বিজেপি বিধায়ক

সবার আগে বিজেপি বিধায়ক

তবে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন বিজেপি বিধায়ক দিগ্বিজয় সিং। তাঁর ২০১৩ সালে ছিল ৪ কোটি টাকা সম্পত্তি। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ৬২ কোটি টাকা। অর্থাৎ সম্পত্তি গড়ে বেড়েছে ১৩৯৭ শতাংশ হারে।

English summary
In Madhya Pradesh, 167 recontesting MLAs had 71 per cent growth in average assets since 2013 elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X