For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে মন্ত্রিপদ নিয়ে দড়ি-টানাটানির মেজাজে কং-জেডিএস! কেন পিছিয়ে গেল মন্ত্রিত্ববণ্টন

কর্ণাটক বিধানসভায় পিছিয়ে গেল নবগঠিত সরকারের মন্ত্রিত্ব বণ্টনের পক্রিয়া। এর মূল কারণ , কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী রওনা হচ্ছেন বিদেশ সফরে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটক বিধানসভায় পিছিয়ে গেল নবগঠিত সরকারের মন্ত্রিত্ব বণ্টনের পক্রিয়া। এর মূল কারণ , কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী রওনা হচ্ছেন বিদেশ সফরে। আর সেজন্য কংগ্রেস-জিডিএস জোট মন্ত্রিত্ব বণ্টনের প্রক্রিয়া স্থগিত রেখেছে।

কর্ণাটকে মন্ত্রিপদ নিয়ে দড়িটানাটানির মেজাজে কং-জেডিএস! কেন পিছিয়ে গেল মন্ত্রিত্ববণ্টন

সূত্রের দাবি, জুন মাসের ৪ ও ৫ তারিখে কর্ণাটক সরকারের মন্ত্রিপদের সদস্যদের নিয়ে বৈঠকে বসবেন জেডিএস ও কংগ্রেসের সদস্যরা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর চিকিৎসার জন্য আপাতত বিদেশে যাচ্ছেন সোনিয়া ও তাঁর পুত্র রাহুল। তাঁরা দেশে ফিরলেই কর্ণাটক মন্ত্রিসভা নিয়ে আলোচনা শুরু হবে। উল্লেখ্য, অর্থ, স্বরাষ্ট্র, পিডাব্লুউডি , সেচ,নগরোন্নয়ন ইত্যাদি মন্ত্রিপদ নিয়ে খানিকটা দড়িটানাটানির মেজাজে রয়েছে জোট সঙ্গী কংগ্রেসও জেডিএস। কংগ্রেস আপাতত অপেক্ষা করছে এবিষয়ে জেডিএস কী ধরণের পদক্ষেপ নেয় তার ওপর।

সূত্রেরর দাবি, কংগ্রেস চেয়েছে অর্থমন্ত্রক। এর আগের জোট সরকারেও এই মন্ত্রকটি তাদের কাছেই গিয়েছে যে দল উপমুখ্যমন্ত্রীর পদে আসীন থাকে। উল্লেখ্য, ২৩ মে কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন জেডিএস-এর এইচ ডি কুমারস্বামী । এরপর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন কংগ্রেসের জি পরমেশ্বরা। কিন্তু তারপর থেকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ মন্ত্রিপদ খালি রয়েছে। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে কংগ্রেসের তরফে ২১ জন মন্ত্রিত্ব পাবেন ও জেডিএস-এর তরফে পাবেন ১১ জন । ইতিমধ্যেই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া মন্ত্রিত্বের বিষয়ে কথা বলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে। তবে, মন্ত্রিপদ নিয়ে আপাতত দুই জোটসঙ্গীর রফাসূত্রের দিকে তাকিয়ে দক্ষিণের রাজনৈতিক মহল।

English summary
In Karnataka AssemblyPortfolio allocation delayed as Rahul, Sonia travel abroad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X