For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল, গ্রেফতার কৃষক নেতা অখিল গগৈ

Google Oneindia Bengali News

‌নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে অসম। বুধবার বিতর্কিত এই বিল সংসদের ছাড়পত্র পাওয়ার পরে উত্তেজনার পারদ চড়তে থাকে। উদ্ভূত পরিস্থিতিতে রাতেই উত্তর–পূর্ব ভারতের এই রাজ্যের ৪ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর মধ্যে দু–কলাম জওয়ান মোতায়েন করা হয়েছে গুয়াহাটিতে। বৃহস্পতিবার আরটিআই কর্মী ও কৃষক নেতা অখিল গগৈকে জোরহাট থেকে গ্রেফতার করা হয়।

অসমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল, গ্রেফতার কৃষক নেতা অখিল গগৈ


জোরহাট প্রশাসনের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানান, জেলায় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই গগৌকে হেফাজতে নেওয়া হয়েছে, রাজ্যের অন্য অংশেও তাঁর সমর্থকরা অশান্তির সৃষ্টি করছে। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির উপদেষ্টা গগৌ এদিন জোরহাট ডেপুটি কমিশন দপ্তরের বাইরে মঞ্চ করে ধর্নায় বসেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, '‌বৃহস্পতিবার এই দপ্তরের সামনে তিনহাজার মানুষের জমায়েত হয়। আমরা সেখীআনে গগৌকে গ্রেফতার করিনি, তাহলে পরিস্থিতি আরও জটিল হত। তিনি ধর্নামঞ্চ ছেড়ে চলে যাওয়ার পর আমাদের দল তাঁকে গ্রেফতার করে। এটা প্রতিরোধমূলক গ্রেফতার।’‌ গগৈ গ্রেফতারি এড়াতে গা–ঢাকা দিয়ে ছিলেন। বেশ কিছুক্ষণ পুলিশ তাঁর খোঁজ করার পর তাঁকে এক আইনজীবীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী গুয়াহাটির রাজপথ কার্যত বিক্ষোভকারীদের দখলে ছিল। সকালে শহরের ৪টি স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এর পরে শহরের নিরাপত্তা আরও জোরদার করা হয়। বদলি করা হয় শহরের পুলিশ সুপারকে। এ দিকে, কারফিউ কার্যকর করার জন্য প্রশাসন কড়া হতেই বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাত বাড়তে থাকে। এদিন সকালে অসমের ১০ জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা আরও ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেয় সরকার।

English summary
As protest again for cab, rti activist akhil gogoi arrest from jorhat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X