For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গত ৮ বছরে সরকারি চাকরিতে ১ দিনও ছুটি নেননি ডাক্তারবাবু!

Google Oneindia Bengali News

গত ৮ বছরে সরকারি চাকরিতে ১ দিনও ছুটি নেননি ডাক্তারবাবু!
ইন্দোর, ৯ নভেম্বর : গত ৮ বছরে সরকারি চাকরিতে ১ দিনও ছুটি নেননি ইন্দোরের এক হাসপাতালের মর্গের প্রধান ডাঃ ভারত বাজপেয়ী। ২০১১ সালে লিমকা বুক অফ রেকর্ডের তরফে ডাঃ বাজপেয়ী ও তাঁর অন্য দুই সহকর্মীকে ১২০০ দিনে একটাও ছুটি না নেওয়ার জন্য সম্বর্ধিত করা হয়েছিল।

তার পরেও ৩ বছর কেটে গিয়েছে, কিন্তু তাতেও বিনা ছুটিতেই কাজ করে চলেছেন ডাঃ বাজপেয়ী। ইন্দোরের গোবিন্দ বল্লভ পন্ত সরকারি হাসপাতালের মর্গ বিভাগের প্রধান তিনি। প্রায় দু দশক ধরে এই হাসপাতালে রয়েছেন তিনি। ১০,০০০ এর বেশী ময়নাতদন্ত করেছেন নিজের হাতে।

ডাঃ বাজপেয়ীর কথায়, "আমার মনে হয় যতটা সম্ভব মানুষের উপকারে যাতে আসতে পারি তার চেষ্টা আমাদের করা উচিত। মানুষকে সাহায্য় করার যথাসাধ্য চেষ্টা করি। কোনও পদ পাওয়ার আশায়, পুরস্কার বা সম্মানের আশায় আমি কাজ করি না। আমি কোনও ধরণের প্রচার চাই না। ভগবানের কৃপায় চলে যাচ্ছে।"

তবে ডাক্তারবাবুর আক্ষেপ, মর্গের পরিকাঠামো উন্নত মানের নয়। যে ঘরে ময়নাতদন্ত হয় সেটা আগে শৌচাগার ছিল। যে ঘরটিতে আসলে ময়নাতদন্ত হওয়ার কথা সে ঘরটি এখনও পুরোপুরি তৈরিই হয়নি। ঠিকাদার প্রথম কিস্তির টাকা পেয়েছে, পরের বখেয়া টাকা স্বাস্থ্য দফতরের তরফে পায়নি বলে ঠিকাদার ঘরটি তৈরি করেনি। কর্তৃপক্ষ অনুমোদন দিয়ে দেওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে বডি ফ্রিজাপ এবং উন্নত যন্ত্রপাতির জন্য টাকা আটকে রয়েছে।

English summary
In 8 Years, He Has Not Taken a Single Day Off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X