For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ-পশ্চিম ভারতের ছয় রাজ্যে অতিভারী বৃষ্টি, সতর্কতা দিল হাওয়া অফিস

Google Oneindia Bengali News

ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস সোমবার জানিয়েছে যে, আগামী কয়েক দিনের মধ্যে তেলাঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং ছত্তিশগড়ের কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১০ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে তেলাঙ্গানা, ১০ থেকে ১৪ জুলাই গুজরাত এবং মধ্য মহারাষ্ট্রে, ১৩ থেকে ১৪ জুলাই সৌরাষ্ট্র এবং কচ্ছে, ১১ থেকে ১৪ জুলাই কোঙ্কন এবং গোয়া এবং ১০ থেকে ১৩ জুলাই উপকূলীয় কর্ণাটকে বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ছত্তিশগড় এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিদর্ভেও সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার, তেলাঙ্গানা, ছত্তিশগড়, গুজরাট অঞ্চল, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, পূর্ব মধ্য প্রদেশ এবং উপকূলীয় কর্ণাটকের কিছু অংশে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জারি হলুদ সতর্কতা

জারি হলুদ সতর্কতা

সপ্তাহান্তে দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতে একটি 'হলুদ সতর্কতা' জারি করা সত্ত্বেও, এই অঞ্চলে কোনও বৃষ্টি রেকর্ড করা হয়নি। আইএমডি অনুসারে, শহরে হালকা, বিচ্ছিন্ন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলে একটি হলুদ সতর্কতা জারি করা হয়।

দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা

দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা

"সোমবার দিল্লি এবং এনসিআরের কিছু অংশে বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি 12 জুলাই তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে, "সোমবার আবহাওয়ার একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন।

গুজরাতে বৃষ্টি

গুজরাতে বৃষ্টি

গুজরাতের একাধিক জায়গায় গত তিনদিন ধরে নাগাড়ে বর্ষণ চলছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত আহমেদাবাদ। একাধিক নীচু জায়গায় জল জমে গিয়েছে। প্রায় ৩৪০০ জনকে নিরাপদ স্থানে সরিেয় নিয়ে যেতে হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল। ভালসাদে ওরসাং নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। নভসারি জেলাতে কাবেরী নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। যেকোনও মুহুর্তে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

সোমবার পর্যন্ত তেলেঙ্গানার বেশ কিছু জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্নাটকের বিভিন্ন অংশে বুঘবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। মহারাষ্ট্রের রত্নাগিরি, সাতারা, পুনে ও রায়গড়ে সোমবার পর্যন্ত ভারীবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গুজরাতের উপকূল শহর ভালসাদ এবং নবসারিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত গুজরাতের গির, সোমনাথ, সুরাত, ভাবনগর এবং জুনাগড়ে লাল সরক্তা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং উত্তর প্রদেশে।

গত বছরে প্লাবনের পরেও একই জায়গায় তাঁবু! অমরনাথে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক গাফিলতি?গত বছরে প্লাবনের পরেও একই জায়গায় তাঁবু! অমরনাথে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক গাফিলতি?

English summary
heavy rain to follow in many states of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X