For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামীতে ৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি না হলে দশকভর কমে যেতে পারে মানুষের আয়

আগামীতে ৮ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি না হলে দশকভর কমে যেতে পারে মানুষের আয়

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে থমকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি। কাজ হারিয়ে ঘরে বসে কোটি কোটি মানুষ। তীব্র আর্থিক মন্দায় ধুঁকছে দেশীয় অর্থনীতি। এদিকে করোনা সঙ্কটের জেরে ভারতে তীব্র আর্থিক সঙ্কোচনের পূর্বাভাস মিলেছে আরবিআই, বিশ্বব্যাঙ্কের রিপোর্টে। এমতাবস্থায় ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউট একটি নতুন রিপোর্টে বলছে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার দ্রুত ৮ থেকে ৮.৫ শতাংশে না গেলে বড়সড় ধাক্কার মুখে পড়বে সাধারণ মানুষের আয়। পড়বে জীবনমানও। যার তীব্র প্রভাব থাকতে পারে প্রায় এক দশক পর্যন্ত।

আশঙ্কার বার্তা দিচ্ছে আরবিআইও

আশঙ্কার বার্তা দিচ্ছে আরবিআইও

এদিকে আশঙ্কারবার্তা শুনিয়ে আরবিআইয়ের পূর্ববর্তী পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার থাকবে -৪.৫%। আগামীতে করোনা সঙ্কট বজায় থাকলে এই বৃদ্ধি নামতে পারে -৭.২ শতাংশে। পাশাপাশি উত্পাদন ক্ষেত্র ও খনি শিল্পে তীব্র মন্দার জেরে এই দুই ক্ষেত্রে আয় কমতে পারে ২.৭ লক্ষ কোটি টাকা পর্যন্ত।

কি বলছে ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউটের রিপোর্ট ?

কি বলছে ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউটের রিপোর্ট ?

এদিকে ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউটের রিপোর্ট বলছে করোনা পরবর্তী সময়ে জিডিপির হাল ফেরাতে কেন্দ্রকে দেশব্যাপী আরও নতুন কর্মসংস্থানের উপর জোর দিতে হবে। কৃষিক্ষেত্র ছাড়াও এই জন্য অন্যান্য অসংগঠিত ক্ষেত্রগুলির নতুন কর্মসংস্থানের উপর বিশেষ মনোনিবেশ করতে হবে বলে মত বিশেষজ্ঞদের।

অনেক আগে থেকেই আশঙ্কাবানী দিচ্ছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা

অনেক আগে থেকেই আশঙ্কাবানী দিচ্ছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা

এদিকে লকডাউনের ধাক্কায় ভারতের জিডিপি প্রবৃদ্ধি যে মুখ তুবড়ে পড়বে সে আশঙ্কা অনেক আগেই বিশেষজ্ঞরা করেছিলেন। এমতাবস্থায় মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের একটি রিপোর্টে বলছে চলতি অর্থবর্ষেই প্রায় ১৮ শতাংশ থেকে ২০ শতাংশ সঙ্কুচিত হতে পারে ভারতের আসল মোট দেশীয় পণ্য প্রবৃদ্ধি বা জিডিপি। আইএমএফ-র তরফে ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৫ শতাংশ সঙ্কুচিত হতে পারে বলে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল।

 নতুন কর্মসংস্থানে জোর

নতুন কর্মসংস্থানে জোর

ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউট রিপোর্ট মোতাবেক করোনা ধাক্কা সামলে এই মন্দা কাটাতে ২০২৩ সাল ২০৩০ সাল পর্যন্ত ভারতে ৯ কোটি নতুন কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে। প্রতিবছর অন্তত ১ কোটি ২০ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারলেই ধীরে ধীরে ফিরবে অর্থনীতির হাল ।

স্নেহের কাননকে তৃণমূলে চান মমতা! শোভনের ঘাসফুল শিবিরে ফেরা যেভাবে ভেস্তে গেলস্নেহের কাননকে তৃণমূলে চান মমতা! শোভনের ঘাসফুল শিবিরে ফেরা যেভাবে ভেস্তে গেল

English summary
If GDP does not grow at the next 8 percent rate, people's income may decrease for decades, quality of life will fall
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X