jaish e mohammad pakistan india terrorist jammu and kashmir punjab ভারতীয় বায়ুসেনা পাকিস্তান জম্মু ও কাশ্মীর জঙ্গি পাঞ্জাব
পাক জঙ্গি শিবির জইশের আত্মঘাতী হামলার ছক ভারতীয় সেনাঘাঁটিতে! জারি 'হাই অ্যালার্ট '
কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করে সম্মুখ সমর নয়, বরং জঙ্গি হামলার পথে হাঁটবার চেষ্টা করে চলেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। আর তারই ফলস্বরূপ এবার উৎসবের মরশুমে নিশানা করে ভারতে হামলার বড়সড় ছক কষেছে পাকিস্তান। এবার ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর যে, ভারতীয় বায়ুসেনার ওপর হামলা চালাতে পারে পাকিস্তানের জঙ্গি শিবির জইশ।

ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার হুমকি
ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে এদিন হামলার হুমকি উঠে আসছে পাকিস্তানের জঙ্গি শিবির জইশের তরফে। ভারতে উৎসবের মরশুমে বড়সড় হামলার ছকে রয়েছে পাকিস্তানি এই জঙ্গি শিবির। জানা গিয়েছে ,ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলার ছক রয়েছে জইশের । আর এই বিষয়ে কার্যত সমস্ত ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে ইসলামাবাদ।

জইশের নতুন মডিউলে হামলার আশঙ্কা
জইশ জঙ্গিদের ৮ থেকে ১০ জনের একটি মডিউল ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, শ্রীনগর, পাঠানকোট, হিন্দোঁ, জম্মু ঘাঁটিতে রয়েছে হামলার ছক।

পাঞ্জাব সীমান্তে জারি হাই অ্যালার্ট
এর আগে, পাঞ্জাব সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কারণ, গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান সীমান্তে পাঞ্জাবের গ্রামে বিচ্ছিন্নতা বাদীরা পাক অস্ত্র বর্ষণ করছে বলে খবর আসে প্রশাসনের কাছে। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
[পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা করতে জানেন মোদী, দাবি ট্রাম্পের]
[মোদী 'গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড'-এ ভূষিত, 'স্বচ্ছ ভারত অভিযান' পেল বিশ্ব-স্বীকৃতি]