For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমি আম্মার উত্তরাধিকারী', জয়ললিতার কেন্দ্রে উপনির্বাচনে বাজিমাত করে বললেন দিনাকরণ

দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডিএমকে ও এআইডিএমকে র মধ্যে এই আসন দখলের মধ্যেই নির্দল হয়ে দাঁড়িয়ে বাজি জিতে নিলেন শশীকলা নটরাজনের ভাইপো দিনাকরণ

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুর প্রয়াত মুখ্য়মন্ত্রী জয়ললিতার কেন্দ্র চেন্নাইয়ের আর কে নগর উপনির্বাচন ঘিরে টান টান উত্তেজনা ছিল দক্ষিণী রাজনীতির। দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডিএমকে ও এআইডিএমকে র মধ্যে এই আসন দখলের মধ্যেই নির্দল হয়ে দাঁড়িয়ে বাজি জিতে নিলেন শশীকলা নটরাজনের ভাইপো দিনাকরণ । উল্লেখ্য, জয়ললিতা ঘনিষ্ঠ এই শশীকলাই দুর্নীতির দায়ে জেল বন্দি হন।

'আমি আম্মার উত্তরাধিকারী', জয়ললিতার কেন্দ্রে উপনির্বাচনে বাজিমাত করে বললেন দিনাকরণ

এদিকে, আরকে নগরের উপনির্বাচনে প্রায় ৭৬ হাজার ভোট নিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন নির্দল প্রার্থী টিটিভি দিনাকরণ। আর তা করতেই জয়ের দাবিদার হয়ে যান তিনি। বহু পেছনে পড়ে যায় এআইএডিএমকে-র প্রার্থী ই মধুসূদনান, ডিএমক-র প্রার্থী মারুথু গণেশ। এদিকে, যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষকে হারিয়ে দিনাকরণ শিবির ভোটগণনার পঞ্চম রাউন্ডের শেষেই উচ্ছাসে ফেটে পড়ে। দিনাকরণ নিজে জানা, 'তামিনলাড়ুর মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে আরকে নগর উপনির্বাচনে। মানুষ আমাকেই চায় আম্মা(জয়ললিতা)র উত্তরাধিকারী হিসাবে।'

তিনি আরও জানান, 'প্রতীক মুখ্য বিষয় নয়, প্রার্থীই গুরুত্বপূর্ণ। ' উল্লেখ্য, দিনাকরণের প্রতি চিহ্ন নিয়েও নির্বাচন কমিশনে বেশ কিছু ডামাডোল হয়। 'প্রেসার কুকার 'চিহ্নে দাঁড়ান দিনাকরণ। আর সেই প্রেসার কুকারের সিটিতেই এখন ছাড়খার ডিএমকে-এডিএমকে শিবির। দিনাকরণ শিবিরের উচ্ছাসের পাশাপাশি , তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পলানীস্বামী এবং উপমুখ্যমন্ত্রী পনীরসেলভমের শিবিরে হতাশা গ্রাস করতে থাকে। প্রসঙ্গত , বহু অপেক্ষআর পর দিনাকরণের জয় তামিল রাজনীতিতে বেশ প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

English summary
“I am the real successor of Amma,” claimed rebel AIADMK leader and independent candidate TTV Dhinakaran on Sunday after he established an early lead over his rivals in the RK Nagar assembly bypoll.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X