For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেলের মধ্যে কেমন হতে চলেছে শশীকলার জীবন? জেনে নিন বিস্তারিত তথ্য

সুপ্রিম কোর্টের নির্দেশে আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শশীকলা নটরাজন সহ মোট তিনজনকে চার বছরের কারাদণ্ডের সাজা হয়েছে। সেইমতো বেঙ্গালুরুর কেন্দ্রীয় সংশোধনাগারে এসে আত্মসমর্পণ করতে হয়েছে শশীকলাকে।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৫ ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্টের নির্দেশে আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শশীকলা নটরাজন সহ মোট তিনজনকে চার বছরের কারাদণ্ডের সাজা হয়েছে। সেইমতো বেঙ্গালুরুর কেন্দ্রীয় সংশোধনাগারে এসে আত্মসমর্পণ করতে হয়েছে শশীকলাকে।

বেঙ্গালুরুর আদালতে আত্মসমর্পণ, শশীকলার কয়েদি নম্বর জানেন কি?

শশীকলা নটরাজনকে নিয়ে এই ৮টি অজানা তথ্য জেনে রাখা প্রয়োজন

জানা গিয়েছে, শশীকলাকে আর পাঁচজন বন্দির মতোই জেলের খাবার খেতে হবে। দুজন মহিলা বন্দির সঙ্গে একই ব্যারাকে থাকতে হবে। শীতাতপ নিয়ন্ত্রিত কারাগারের আবেদন জানানো হয়েছিল যা আদালত খারিজ করে দিয়েছে।

জেলের মধ্যে কেমন হতে চলেছে শশীকলার জীবন? জেনে নিন বিস্তারিত

৬৬ কোটি টাকার বেশি আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শাস্তি পাওয়া শশীকলার জেলে প্রতিদিন আয় হবে ৫০ টাকা, তাও আবার মোমবাতি বানিয়ে। জেলে ঢোকা প্রতিটি বন্দিকেই সবার প্রথমে কী কাজ করতে হবে তা বলে দেওয়া হয়।

দোষী সাব্যস্ত শশীকলা : আয় বহির্ভূত সম্পত্তি মামলার টাইমলাইন একনজরে

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত শশীকলা নটরাজন

এদিন জেলে ঢোকার আগেই দৃশ্যত ভেঙে পড়তে দেখা গিয়েছে শশীকলাকে। স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে গলার চেন, হাতের ঘড়ি খুলে দিয়ে জেলে পরার নীল শাড়ি হাতে নিয়ে ভিতরে ঢুকে যেতে হয়েছে শশীকলাকে। জেল থেকে শশীকলাকে নিয়ম মেনে একটি থালা ও একটি মগ দেওয়া হয়েছে।

আবেদন জানানো হয়েছিল বাড়িতে তৈরি খাবার যদি শশীকলাকে দেওয়া যায়। সেই আবেদনও একইসঙ্গে আদালত খারিজ করে দিয়েছে। বলা হয়েছে, কোনও ধরনের বিশেষ ব্যবস্থা শশীকলার জন্য করা হবে না। জেলের রুল বুকে যে নিয়ম রয়েছে তাই শশীকলাকে মানতে হবে।

এবার একনজরে জেনে নেওয়া যাক শশীকলাকে কী দেওয়া হচ্ছে আর কী দেওয়া হচ্ছে না।

যা দেওয়া হচ্ছে না শশীকলাকে

শীতাতপ নিয়ন্ত্রিত জেলখানা, ঘরের তৈরি খাবার, জয়ললিতা যে কারাগারে ছিলেন তার পাশের কারাগার, একজন সবসময়ের সহযোগী।

যা দেওয়া হচ্ছে শশীকলাকে

একটি বিছানা, ২৪ ঘণ্টার জলের ব্যবস্থা, টিভি, হাঁটার জায়গা, ওয়েস্টার্ন কমোড।

English summary
How will be the life of Sasikala Natarajan in Bengaluru central jail?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X