For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলন্ত ট্রেন থেকে হাত ফস্কে মোবাইল পড়ে গিয়েছে মাটিতে? চিন্তা নেই! এই উপায়ে মিলবে ফোন

বিশ্বের চার নম্বর স্থানে রয়েছে ভারতীয় রেলের (Indian Railways) নেটওয়ার্ক। দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এখনও মানুষ ট্রেনে চড়তেই বেশি ভালোবাসেন। তবে লম্বা ট্রেন সফরে মানুষের অবসর সময় কাটানোর ক্ষেত্রে মোবাইলই ভরসা

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের চার নম্বর স্থানে রয়েছে ভারতীয় রেলের (Indian Railways) নেটওয়ার্ক। দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে এখনও মানুষ ট্রেনে চড়তেই বেশি ভালোবাসেন। তবে লম্বা ট্রেন সফরে মানুষের অবসর সময় কাটানোর ক্ষেত্রে মোবাইলই ভরসা। আর চলন্ত ট্রেনে সফরের সময়ে যদি হঠাত করে মোবাইল ফোন হাত ফস্কে নীচে পড়ে যায় তাহলে কি করবেন!

কি আর করবেন ভাবছেন তো!!! খুব বেশী হলে চুপচাপ বসে যাবেন তা না হলে অ্যালার্ম চেন বাজিয়ে ট্রেন থামানোর চেষ্টা করবেন। তবে বলে রাখা প্রয়োজন এর মধ্যে কোনও কাজই করা উচিৎ নয়।

এই প্রতিবেদনে কীভাবে ট্রেন থেকে পড়ে যাওয়া ফোন ফেরত পাবেন সেই বিষয়ে জানানো হবে।

এই ভাবে আপনি আপনার মোবাইল ফেরত পেতে পারেন

এই ভাবে আপনি আপনার মোবাইল ফেরত পেতে পারেন

অনেক সময়ে চলন্ত ট্রেন থেকে মোবাইল ফোন পড়ে যায়। কথা বলতে বলতেই হোক কি হাত ফস্কে। হঠাত করে এই ঘটনা ঘটলে ভাবছেন তো কি করবেন! ঘাবড়াবেন না। সবথেকে প্রথমে রেলওয়ে ট্র্যাকের কোনে থাকা পোলের উপর থাকা নম্বর নোট করে নিতে হবে। কিংবা সাইড ট্র্যাকের নম্বর নোট করে নিলেও হবে। আর সঙ্গে সঙ্গে অন্য কোনও যাত্রীর কাছ থেকে ফোন নিয়ে আরপিএফ কিংবা ১৮২ নম্বর ডায়েল করে এই বিষয়ে তিথ্য দেওয়ার প্রয়োজন। আর সেই সময়ে আপনাকে জানাতে হবে যে কোন পোলের সামনে কিংবা সাইড ট্র্যাকের সামনে আপনার মোবাইল পড়েছে। আর সেই সময়ে আপনাকে নম্বরটি জানাতে হবে। আর এই তথ্য দেওয়ার পরেই রেল পুলিশের আপনার ফোন খোঁজার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। শুধু তাই নয়, নম্বর বলে দিলে অনেক দ্রুত রেল পুলিশের ঘটনাস্থলে পৌঁছানো সহজ হবে। আর এরপরেই সমস্ত প্রক্রিয়া পুরো করে নেওয়ার পরেই আপনি আপনার মোবাইল পেয়ে যাবেন।

এই নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারেন

এই নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারেন

আপনার ফোন আপনার কাছে গুরুত্বপূর্ণ। ভারতীয় রেলওয়ে এই বিষয়টি বোঝে। আর তাই মোবাইল খুঁজে দেওয়ার ব্যবস্থা করে। রেলওয়ে প্রটেকশন ফোর্স অর্থাৎ R.P.F এর অল ইন্ডিয়া সিকিউরিটি হেল্পলাইন নম্বর হল 182। এখনই মোবাইলে সেভ করে রাখতে হবে। যে কোনও সময়ে হেল্পলাইন এই নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন। তেমনই G.R.P এর হেল্পলাইন নম্বর হল ১৫১২। এই নম্বরেও ফোন করে যে কোনও সময়ে ফোন করে নিরাপত্তা সংক্রান্ত সাহায্য চাওয়া যেতে পারে। রেল প্যাসেঞ্জার হেল্প লাইন নম্বর হল 138। রেল সফরের সময়ে যে কোনও ধরনের সমস্যার সমাধানে পড়তে হলে এই নম্বরে ডায়েল করে সাহায্য চাওয়া যেতে পারে। ফলে জরুরি সময়ে বিপদে পড়তে না চাইলে এই নম্বরগুলি এখনই সেভ করে ফেলুন।

Chain Pulling এর সময়ে সাবধান হন-

Chain Pulling এর সময়ে সাবধান হন-

তবে ভুলেও কিন্তু চেন টানবেন না। আইনি সমস্যাতে পড়ে যেতে পারেন কিন্তু। এমনকি মোটা অঙ্কের জরিমানা পর্যন্ত হতে পারে। তাহলে কি কি ক্ষেত্রে চেন টানা যেতে পারে? সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হল।

১) কোনও সহযাত্রীর বাচ্চা যদি স্টেশনে থেকে যায় আর যদি ট্রেন ছেড়ে দেয় তাহলে আপনি ট্রেনের চেন টানতে পারবেন।

২) ট্রেনে সফরের সময়ে হঠাত করে যদি কালো ধোয়া কিংবা আগুন দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে ট্রেনের চেন টানতে পারবেন।

৩) হঠাত যদি কোনও ব্যক্তির হার্ট অ্যাটার্ক কিংবা অন্য কোনও রোগ ধরা পড়ে তাহলে ট্রেনের চেন টানতে পারবেন।

৪) ট্রেনের মধ্যে যদি চুরি-ডাকাতির মতো কোনও ঘটনা ঘটে তাহলে ট্রেনের চেন টানতে পারবেন।

English summary
How to get back your mobile phone if lost in train
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X