For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোকাবিলায় আরোগ্য সেতু অ্যাপের সহযোগিতা নেওয়ার আর্জি মোদীর, কী করে কাজ করে এই অ্যাপ

মোকাবিলায় আরোগ্য সেতু অ্যাপের সহযোগিতা নেওয়ার আর্জি মোদীর, কী করে কাজ করে এই অ্যাপ

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে মোদী সরকার। ইতিমধ্যেই করোনা সংক্রমণ দেশে ১০,০৬৩ পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে ৩৩০ জনের। এক দিনে ১০০০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও ইতিমধ্যেই ৫,০০,০০০ ডাউনলোড হয়েছে। কিন্তু এখনও যাঁরা এই অ্যাপ সম্পর্কে তেমন জানেন না তাঁদের জেনে রাখা জরুরি কয়েকটি জিনিস।

কীভাবে কাজ করে অ্যাপটি

কীভাবে কাজ করে অ্যাপটি

করোনা ভাইরাস মোকাবিলায় আরোগ্য সেতু অ্যাপ চালু করেছে মোদী সরকার। এই অ্যাপটি সাধারণ করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার কাজে সাহায্য করছে। অনেকটা করোনা ভাইরাস ট্র্যাকারের কাজ করে এই অ্যাপটি। এটি মোবাইল ফোনে ডাউনলোক করতে করোনা ভাইরাস সংক্রামিত কোনও জোনের মধ্যে আপনি রয়েছেন কিনা সেটা জানিয়ে দেয়। এমনকী করোনা হটস্পট আপনার আশপাশে কোথায় রয়েছে সেটাও এই অ্যাপ জানিয়ে দেয়।

হটস্পট চিহ্নিত করে

হটস্পট চিহ্নিত করে

অপনার বাড়ির কাছে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেটা জানিয়ে দেবে অ্যাপটি। এমনকী আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে করোনা সংক্রমণ সম্পর্কে স্পষ্ট ধারনা তৈরি করে দেওয়া হয়। যাতে নিজের স্বাস্থ্য সম্পর্কে মানুষ সচেতন হতে পারেন তার ব্যবস্থাও করা থাকে। কোভিড-১৯ সম্পর্কে একাধিক জরুরি তথ্য এই অ্যাপের মাধ্যমে অনায়াসে পাওযা যায়। কোয়ারেন্টাইনে কীভাবে থাকতে হবে। কতটা সাবধান হতে সেসম্পর্কে যাবতীয় তথ্য এই অ্যাপে দেওয়া থাকে।

সচেতনতাই মূল উদ্দেশ্য

সচেতনতাই মূল উদ্দেশ্য

এই আরোগ্য সেতু অ্যাপটির মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং সতর্ক করা। একই সঙ্গে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচানো। আশপাশের করোনা আক্রান্ত রোগী বা কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির তথ্য দিয়ে সচেতন করে িদতে পারলেই সংক্রমণ অনেকটা এড়ানো যায়। সেকারণেই েআরও বেশি করে এই অ্যাপের সাহায্য নেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী।

কী করা জরুরি

কী করা জরুরি

করোনা মোকাবিলায় আরোগ্য সেতু অ্যাপের সাহায্য নেওয়ার পাশাপাশি বেশ কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি।
বাড়ির বাইরে বেরোলেই মুখে মাস্ক পরা। ঘনঘট সাবান দিয়ে হাত ধোয়া। সামািজ দূরত্ব বজায় রাখা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনো। অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এগুলি মাথায় রেখে এবং মেনে চললেই করোনা সংক্রমণ থেকে বাঁচা যাবে।

মুম্বইয়ের ধারাভির আতঙ্ক এবার কলকাতায়! একের পর এক আক্রান্ত ভর্তি হাসপাতালেমুম্বইয়ের ধারাভির আতঙ্ক এবার কলকাতায়! একের পর এক আক্রান্ত ভর্তি হাসপাতালে

English summary
How does work arogya setu aap during coronavirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X