For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তে জঙ্গি হামলার যোগ্য জবাব দিচ্ছে আমাদের সৈন্যরা : রাজনাথ সিং

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ অক্টোবর : জম্মু ও কাশ্মীরে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে আজ লাদাখে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, "ভারতের উপর জঙ্গি হামলার যোগ্য জবাব দিচ্ছে আমাদের সৈন্যরা "। দুদিনের সফরে তিনি সেখানকার সাধারণ মানুষের সঙ্গে এদিন কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। জম্মু ও কাশ্মীরের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে বেশ কয়েকটি বৈঠকও করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। [বারামুল্লার সেনা ছাউনিতে জঙ্গি হামলা, মৃত ১ সেনা জওয়ান]

গত মাসে স্বারাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়াস চালিয়ে ছিলেন। যদিও সেই প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল। জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই কাশ্মীরে কার্যত অচলাবস্থা জারি হয়। প্রতিনিয়ত বিক্ষোভ , সংঘর্ষের জেরে রক্তাক্ত হয়েছে উপত্যকা। এখনও পর্যন্ত বিভিন্ন সংঘর্ষের ঘটনায় পুলিশ কর্মীসহ প্রায় একশো জনের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এদিন লাদাখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, "সাধারণ মানুষের যা সমস্যা রয়েছে তা আমরা মেটানোর চেষ্টা চালিয়ে যাব।" [উরি হামলাকারীরা পাক অধীকৃত কাশ্মীরের বাসিন্দা ছিল, জেরায় কবুল পাচারকারীর]

কাশ্মীর পরিস্থিতি পর্যালোচনায় আজ লাদাখ যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় ১৮ জন সেনা জওয়ান মৃত্যুর ঘটনায় কাশ্মীরের পরিস্থিতি আরও খারাপ হয়। একাধিক বার পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালানোর ঘটানার জবাব দিতে ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল অভিযান চালানো সিদ্ধান্ত নিতে হয়।

ভারতীয় সেনা জওয়ানরা পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল অ্যাটাক চালায়। সার্জিক্যাল অ্যাটাকে ৭ টি জঙ্গি ঘাঁটি সহ বহু জঙ্গিকে খতম করে দেয় জওয়ানরা। এরপর থেকেই ভারতের সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়। সীমন্তে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। [রাষ্ট্রসংঘে বুরহান ওয়ানি কে শহিদ আখ্যা নওয়াজের, কড়া সমালোচনা ভারতের]

উরি হামলার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই রবিবার রাতে জম্মু কাশ্মীরের বারামুলায় রাষ্ট্রীয় রাইফেলস ও বিএসএফ ছাউনিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। দুপক্ষের গুলির লড়াইয়ে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সানাবাহিনীর দাবি উরির মতোই নাশকতা ঘটানো লক্ষ ছিল জঙ্গিদের। সেনাবাহিনী সতর্ক থাকায় জঙ্গিদের সেই চক্রান্ত ব্যর্থ হয়। কাশ্মীরে অশান্তির সুযোগ নিয়ে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এসে জঙ্গিরা হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। [জাপানি ওয়্যারলেস সেট নিয়ে উরিতে হামলা চালিয়েছে পাক জঙ্গিরা, প্রমাণ পেল সেনা]

এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাশ্মীর সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং কাশ্মীরে স্বাভাবিক অবস্থা কিভাবে ফিরিয়ে আনা সম্ভব তা নিয়ে দুদিন কাশ্মীরের বিরোধীদল এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সেখানের নিরাপত্তা ব্যবস্থার দিকটিও খতিয়ে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুদিনের সফরে কারগিল যাওয়ার ও কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

English summary
Home Minister Rajnath Singh To Visit Ladakh Today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X