For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Himachal Pradesh Next CM: হিমাচলের পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করল কংগ্রেস হাইকমান্ড! প্রতিবাদে পথে আরেক পক্ষ

হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করে ফেলল কংগ্রেস হাইকমান্ড। প্রাক্তন রাজ্য সভাপতি সুখবিন্দর সিং সুখুর নামে অনুমোদন দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। এবারও তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছেন।

  • |
Google Oneindia Bengali News

হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করে ফেলল কংগ্রেস হাইকমান্ড। প্রাক্তন রাজ্য সভাপতি সুখবিন্দর সিং সুখুর নামে অনুমোদন দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। এবারও তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছেন। ৮ ডিসেম্বর জয়ের পর থেকে হিমাচল প্রদেশে কংগ্রেসী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা চলছিল। পাশাপাশি নাম নিয়ে একাংশের মধ্যে কোন্দলও দেখা গিয়েছিল।

সুখবিন্দর সিং সুখু পরবর্তী মুখ্যমন্ত্রী

হিমাচল প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্যীয়ান নেতা সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। সূত্রে উল্লেখ করে সংবাদ সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে, কংগ্রেস হাইকমান্ড সুখুর নামে সিলমোহর দিয়েছে।

বিধায়করা দায়িত্ব দিয়েছিল কংগ্রেস হাইকমান্ডকে

বিধায়করা দায়িত্ব দিয়েছিল কংগ্রেস হাইকমান্ডকে

শুক্রবার হিমাচল প্রদেশের নবনির্বাচিত কংগ্রেস বিধায়করা বৈঠকে বসে সর্বসম্মতিতে মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব কংগ্রেস হাইকমান্ডের হাতে দেয়। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন ৬৮ আসন বিশিষ্ট হিমাচল প্রদেশ বিধানসভায় কংগ্রেস ৪০ টি আসন দখল করেছে। অন্যদিকে বিজেপি পেয়েছে ২৫ টি আসন। আম আদমি পার্টি একটিও আসন পায়নি।

হাইকমান্ডের তালিকায় ছিলেন তিনজন

হাইকমান্ডের তালিকায় ছিলেন তিনজন

রাজ্য কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে রাজ্য জুড়ে প্রচার চালিয়েছিলেন। তবে নির্বাচনে জয়ের পরেই তাঁর নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় এলেও, পরবর্তী সময়ে জানা যায়, কংগ্রেস হাইকমান্ডের আলোচনায় রয়েছে তিনটি নাম। সুখবিন্দর সিং সুখু ছাড়াও, বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী এবং দলের বর্ষীয়ান নেতা রাজিন্দর রানা। শেষ পর্যন্ত সুখবিন্দর সিং সুখুর নামেই সিলমোহর লাগানো হয়।

প্রতিবাদ প্রতিভা সিং-এর সমর্থকদের

প্রতিবাদ প্রতিভা সিং-এর সমর্থকদের

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কংগ্রেসের তরফে এখনও সরকারি ভাবে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা না হলেও, বিভিন্ন সংবাদ মাধ্যমে হাইকমান্ডের নাম উল্লেখ করে সুখবিন্দর সিং সুখুর নাম বলা হয়েছে। আর তা শুনেই হিমাচল প্রদেশের কংগ্রেস সভাপতি প্রতিভা সিং-এর সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সিমলায় কংগ্রেস সমর্থকরা বিক্ষোভে সামিল হয়েছেন। তাঁরা সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিভা সিংকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন।

কেন প্রতিভা সিং নয়

কেন প্রতিভা সিং নয়

প্রতিভা সিং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তিনি মান্ডি লোকসভার সাংসদ। এই মুহূর্তে যদি তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবা হত, তাহলে মান্ডির পাশাপাশি যে আসন থেকে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে প্রতিদ্বন্দ্বিতা করতেন, সেই আসনে নির্বাচন করাতে হত। সূত্রের খবর অনুযায়ী, এই প্রস্তাবে কংগ্রেস হাইকমান্ডের অনেকেই আপত্তি করেন। তবে সূত্রের খবর অনুযায়ী, প্রতিভা সিংকে মুখ্যমন্ত্রী হিসেবে ভাবা না হলেও, তাঁর ছেলে বিক্রমাদিত্য সিংকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে।

Karnataka BJP: টিপু সুলতানের শুরু করা 'সালাম আরতি'র নাম বদল! ঐতিহ্যের পরিবর্তনের বিরোধিতায় বুদ্ধিজীবীরাKarnataka BJP: টিপু সুলতানের শুরু করা 'সালাম আরতি'র নাম বদল! ঐতিহ্যের পরিবর্তনের বিরোধিতায় বুদ্ধিজীবীরা

English summary
Himachal Pradesh Next CM: Sukhbinder Singh Sukhu will be Himachal Pradesh's next CM, says Congress High Command
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X