For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পড়ুয়াদের উদ্দেশে কী ছিল প্রধানমন্ত্রীর 'মন কি বাত'?

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : সামনেই সিবিএসই পরীক্ষা। ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে ২২ ফেব্রুয়ারি রেডিওর মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পড়ুয়াদের উদ্দেশে কিছু বলার আগে, প্রধানমন্ত্রী পড়ুয়াদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানান। যাতে তা পড়ুয়াদের নিজেদের তৈরি করতে সাহায্য করে।

পড়ুয়াদের উদ্দেশে কী ছিল প্রধানমন্ত্রীর 'মন কি বাত'?

এই অনুষ্ঠানের জন্য মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি সিবিএসই ওয়েবসাইটে রবিবার রাত ৮ টার সময় এই অনুষ্ঠানটি শোনার জন্য একটি বিজ্ঞপ্তি দেন। অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশে নরেন্দ্র মোদী যা বললেন তার সারসংক্ষেপ নীচে দেওয়া হল।

মোদীর বক্তব্যের নির্যাস

  • অন্যদের সঙ্গে প্রতিযোগীতার জন্য আমাদের শক্তি ও সামর্থ্য অপচয় করার প্রয়োজন নেই।
  • বর্তমানের থেকে তোমাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে, তাতেই মনোসংযোগ কর।
  • কিছু কিছু পড়ুয়া রয়েছে, যারা প্রত্যেকদিন নিজেদের তৈরি নতুন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে। নতুন দৃষ্টিভঙ্গি ও নতুন উৎসাহের সঙ্গে। তোমার দৃঢ়প্রতিত্র মনোভাব এবং চিন্তাভাবনা স্থিতিশীল হওয়া উচিত।
  • অন্য কারোর সঙ্গে প্রতিযোগীতার কথা ভেব না। চেষ্টা কর যাতে নিজের সীমাবদ্ধতা থেকে বেরতে পার, তার জন্য একটু একটু করে চেষ্টা কর। প্রত্যেকদিন নতুন রেকর্ড তৈরি কর।
  • তোমরা কী মনে কর পরীক্ষা তোমাদের ক্ষমতা যাচাই করে দেখার জন্য। পরীক্ষা একটা সুযোগ, কোনও চ্যালেঞ্জ নয়।
  • একজন ভাল ব্যাটসম্যান সবসময় আগামী বলটার বিষয়ে ভাবে নাকি পুরো ম্যাচটার বিষয়ে। সে বর্থমান নিয়ে ভাবে।
  • তোমার উজ্জ্বল ভবিষ্যৎ দেশকে আরও আলোকিত করবে। তোমরাই ভারত ভবিষ্য়ৎ গড়বে।

সবশেষে পড়ুয়াদের সাহস যোগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "এই দেশের প্রত্যেক শিশু যেন খুশিতে থাকে। মুখে হাসি নিয়ে ভাল করে পরীক্ষা দিও। আমার বিশ্বাস তোমরা ভাল ফল করবে।"

English summary
Highlights of PM Narendra Modi's 'Mann ki Baat' for young Indian students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X