For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টির সঙ্গে শুরু হবে তুষারপাত, ২৩ তারিখ পর্যন্ত নতুন সতর্কতা জারি করল IMD

বৃষ্টির সঙ্গে শুরু হবে তুষারপাত, ২৩ তারিখ পর্যন্ত নতুন সতর্কতা জারি করল IMD

Google Oneindia Bengali News

বর্ষার বিদায়বেলাতেও প্রবল বর্ষণ শুরু হয়েছে একাধিক রাজ্যে। উত্তরাখণ্ডে প্রবল প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে। প্রবল বর্ষণে ধসে ভেসে গিয়েছে রাস্তা। ধসে প্রায় ২৬ জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। কেরলেও চলছে প্রবল বর্ষণ। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কেরলে। এরই মধ্যে আবার নতুন করে সকর্কতা জারি করল আইএমডি। আগামিকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারসঙ্গে উত্তর ভারতের রাজ্য জম্মু কাশ্মীরে তুষার পাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দুর্যোগে বিপর্যস্ত একাধিক রাজ্য

দুর্যোগে বিপর্যস্ত একাধিক রাজ্য

প্রবল বর্ষণ শুরু হয়েছে উত্তরাখণ্ড এবং কেরলে। বিদায় বেলাতেও গোটা দেশকে ভুগিয়ে যাচ্ছে বর্ষা। দফায় দফায় বর্ষণ চলছে কেরল। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কেরলের একাধিক জায়গায়। ধসে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে কেরলে। এদিকে পশ্চিমবঙ্গেও নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি চলছে গত ৫ দিন ধরে। এদিকে আবার উত্তরাখণ্ডেও প্রবল বর্ষণ শুরু হয়েছে। ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডও। প্রবল ধসে এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।

কমলা সতর্কতা জারি

কমলা সতর্কতা জারি

আগািমকালও চলবে বৃষ্টি। কেরলের ১১টি জেলায় আগািমকাল প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে। কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। বৃহস্পতিবার পর্যন্ত কেরলের ১২টি জেলায় কমলা সতর্কতা জারি থাকবে বলে জানানো হয়েছে। তিরুঅনন্তপূরম, পাথানামোিথট্টা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইড্ডুকি, ত্রিশূর, পালাকাড, মালাপ্পুরম কোঝিকোড়ে, ওয়েনাড়, কুন্নুর জেলায় ২০ অক্টোবর পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ২১ অক্টোবর পর্যন্ত কুন্নুর এবং কাসারগড় জেলায় কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। আগামী ২৪ ঘণ্টায় লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলেনএই জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তামিলনাড়ু, পণ্ডিচেরিতেও বৃষ্টির পূর্বাভাস

তামিলনাড়ু, পণ্ডিচেরিতেও বৃষ্টির পূর্বাভাস

কেরলে প্রবল বর্ষণের পাশাপাশি জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে। রাজ্যের ১০টি জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে। ইড্ডুকি, পাম্বা, কাক্কি জলা জলাধার থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। ৭৮টি জলাধার থেকে জল ছাড়তে শুরু করেছে কেরলে। কেরলের পাশাপাশি কর্নাটকেও বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ২০ থেকে ২৪ অক্চোবর পর্যন্ত দক্ষিণ কর্নাটকের জেলাগুলিতে প্রবল বর্ষণ হবে বলে জানানো হয়েছে। এরপাশাপাশি পণ্ডিচেরিতেও বর্ষণ হবে ২০ এবং ২১ অক্টোবর পর্যন্ত।

উত্তরাখণ্ডেও বর্ষণের সতর্কতা জারি

উত্তরাখণ্ডেও বর্ষণের সতর্কতা জারি

উত্তরাখণ্ডের গতকাল থেকেই শুরু হয়েছে প্রবল বর্ষণ। বৃষ্টির জেরে প্রবল ধস নেমেছে পাহাড়ি রাজ্যে। সেখানে প্রা. ২৬ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। এখনই বৃষ্টি থেকে রেহাই মিলবে না ২২ অক্টোবর পর্ন্তন্ত উত্তরাখণ্ডে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরাখণ্ডের পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লাদাখ, গিলগিট বালটিস্তান, মুজফফরাবাদেও ২২ অক্টোবর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম রাজস্থানেও বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Weather Update: বৃষ্টি শেষেই পরিষ্কার হবে আকাশ! বাংলায় প্রাক-শীত পর্ব কবে থেকে, বার্তা আবহাওয়া দফতরেরWeather Update: বৃষ্টি শেষেই পরিষ্কার হবে আকাশ! বাংলায় প্রাক-শীত পর্ব কবে থেকে, বার্তা আবহাওয়া দফতরের

তুষারপাতের সতর্কতা জারি

তুষারপাতের সতর্কতা জারি

বর্ষা কাটতে না কাটতেই শীতের আগমন বার্তা দিয়ে দিল হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর এবং লাদাখে তুষারপাতের সতর্কতা জারি করেছে আইএমডি। বঙ্গে নিম্নচাপ কাটলেই শীত শীত ভাব আবহাওয়ায় বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টি সঙ্গে শীত পড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Heavy Rain alert to many states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X