For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিম ভারতে পারদ 'ফিফটি আপ'! দাবদাহে জ্বলছে ভারতের বিভিন্ন প্রদেশ

সোমবারও ভারতের বিভিন্ন অংশে চলল তাপপ্রবাহ। রাজস্থানের চুরুতে এদিন তাপমাত্রা ছিল দেশের মধ্যে সব থেকে বেশি ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস।

Google Oneindia Bengali News

সপ্তাহের শুরুতেই ভারতের বিভিন্ন অংশে চলল তাপপ্রবাহ। রাজস্থানের চুরুতে সোমবার তাপমাত্রা ছিল দেশের মধ্যে সব থেকে বেশি ৫০.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বেশি রাজস্থান ছাড়াও হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে। অন্যদিকে এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় ওড়িশা ও তেলেঙ্গানার মানুষ কিছুটা রক্ষা পান।

এদিন দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। পালামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ২৯.৪ ডিগ্রিতে। মঙ্গলবার দিল্লিবাসী তাপপ্রবাহের মতো পরিস্থিতি থেকে কিছুটা রক্ষা পেতে পারে। আবহাওয়া দফতরের তরফে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

রাজস্থানে তাপপ্রবাহ

রাজস্থানে তাপপ্রবাহ

রাজস্থানের বেশিরভাগ শহরে তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে আট ডিগ্রি বেশিতে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি বেশিতে রয়েছে। রাজস্থানের চুরুতে পরপর তিনদিন তাপমাত্রা রয়েছে দেশের মধ্যে সব থেকে বেশিতে। শ্রীগঙ্গানগর এর পরেই রয়েছে। সোমবার সেখানকার তাপমাত্রা ছিল ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকানের ও কোটায় যথাক্রমে ৪৮.৪ এবং ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের তরফ থেকে পূর্ব ও পশ্চিম রাজস্থানে আগামী দুদিন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে। সাধারণত কোনও জায়গার তাপমাত্রা যদি পরপর দুদিন ৪৫ ডিগ্রির বেশি থাকে, তবে তাকে তাপপ্রবাহ বলা হয়।

হরিয়ানায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি

হরিয়ানায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি

হরিয়ানাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হিসারে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। অমৃতসরে তাপমাত্রা কিছুটা কম হলেও, তা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে রয়েছে। সোমবার সেখানকার তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি। লুধিয়ানাতে তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি। তবে আগামী কয়েকদিনের মধ্যে দুই রাজ্যবাসী গরম থেকে কিছুটা রক্ষা পেতে পারেন বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

জম্মু্তে তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি

জম্মু্তে তাপমাত্রা ছাড়াল ৪১ ডিগ্রি

জম্মু ও কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুতে তাপমাত্রা ছাড়িয়েছে ৪১ ডিগ্রি। সোমবার সেখানকার তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি।

মহারাষ্ট্রের বিদর্ভ এবং মারাঠাওয়াড়ার চলছে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। আগামী ৭ জুন পর্যন্ত সেখানে গরম থেকে রক্ষা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। নাগপুরে এদিন তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি।

(ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Heatwave conditions in large swathes of India, with Rajasthan's Churu remains the hottest in the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X