For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একাধিক দেশে করোনা বাড়তেই বাংলা সহ রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র! বুধেই জরুরি বৈঠক

উদ্বেগে কেন্দ্রীয় সরকারও। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যকে চিঠি লিখে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একই সঙ্গে নতুন করোনা আক্রান্তদের Genome Sequencing- পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে।

  • |
Google Oneindia Bengali News

চিন সহ একাধিক দেশে হঠাত করে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ! যা নিয়ে চিন্তিত একাধিক দেশ। উদ্বেগে কেন্দ্রীয় সরকারও। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যকে চিঠি লিখে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একই সঙ্গে নতুন করোনা আক্রান্তদের Genome Sequencing- পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে।

শুধু রাজ্যগুলিকেই নয়, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে।

কার্যত সতর্ক কেন্দ্রীয় সরকার

কার্যত সতর্ক কেন্দ্রীয় সরকার

সম্প্রতি চিনে ব্যাপক ভাবে সংক্রমণ ঘটছে করোনার। পাশাপাশি আমেরিকা, ব্রাজিল, কোরিয়া সহ বেশ কয়েকটি দেশেও সংক্রমণের গ্রাফ উপরের দিকে। আর এভাবে উর্ধমুখী করোনা গ্রাফকে মোটেই ভালো ভাবে নিচ্ছে না বিশেষজ্ঞরা। আর এই অবস্থায় কার্যত সতর্ক কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, সমস্ত রাজ্যকে চিঠি লিখে করোনা নিয়ে সতর্ক করা হয়েছে। আর সেই বার্তা নবান্নেও এসেছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে নবান্নের তরফে কিছু জানানো হয়নি।

 Genome Sequencing- পরীক্ষাতে জোর

Genome Sequencing- পরীক্ষাতে জোর

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সমস্ত রাজ্যকে চিঠি লিখে এই বিষয়ে সতর্ক করেছে। আর সেখানে রাজেশ ভূষণ লিখছেন, পজিটিভ মামলাগুলিকে অবশ্যই Genome Sequencing- পরীক্ষা করা দরকার। যাতে করোনার নতুন কোনও ভ্যারিয়েন্টকে দ্রুত চিহ্নিত করতে পারা যায় সেজন্যেই এই পরীক্ষা করার কথা বলা হচ্ছে। কার্যত করোনা প্রথম এবং দ্বিতীয় এমনকি থার্ড ওয়েভে দেখেছে দেশের মানুষ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছিল। এবার সেদিকে তাকিয়ে বিশেষ সতর্ক থাকতে চাইছে স্বাস্থ্যমন্ত্রক।

২০২০ সালের থেকেও খারাপ পরিস্থিতি চিনে।

২০২০ সালের থেকেও খারাপ পরিস্থিতি চিনে।

অন্যদিকে নতুন করে চিন সহ করোনার বাড়বাড়ন্ত চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য আধিকারিকদের। অনেকেই বলছেন, সম্ভবত করোনার নতুন কোনও ভ্যারিয়েন্ট চলে এসেছে। আর তা যদি চিন থেকে নতুন করে ছড়ায় তাতে অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করছেন ভাইরাস বিশেষজ্ঞরা। কারণ এই মুহূর্তে বেজিং সহ একাধিক শহরে ভয়ঙ্কর করোনার সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের থেকেও খারাপ পরিস্থিতি চিনে।

নিয়ন্ত্রণে বাংলার করোনার সংক্রমণ

নিয়ন্ত্রণে বাংলার করোনার সংক্রমণ

বাংলাতে এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ ১০ এর নীচে নেমে গিয়েছে। এমনকি করোনাতে মৃত্যুও শূন্য। তবে সামনেই বড় দিন এবং নতুন বছর। দীর্ঘ দুবছর পর আনন্দে মেতে উঠবে বাংলা সহ গোটা দেশই। যদিও এই অবস্থায় আগামীকাল বুধবার জরুরি বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী Mansukh Mandaviya। যেখানে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। আর এই বৈঠকে স্বাস্থ্য আধিকারিক এবং বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন বলেই খবর।

English summary
Health ministry told states to do genome sequencing if covid cases come after China's new outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X