For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের দয়ায় ক্ষমতায়! মোদীর কাছে দরবারের আগে কুমারস্বামীর কথায় জল্পনা

কর্ণাটকে কংগ্রেস সমর্থিত জেডিএস সরকারের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জোট শরিকের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিয়েই রাখলেন।

Google Oneindia Bengali News

কর্ণাটকে কংগ্রেস সমর্থিত জেডিএস সরকারের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী জোট শরিকের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিয়েই রাখলেন। দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের আগে কুমারস্বামীর কথায় সংশয়ের আশঙ্কা তীব্র। তিনি বলেন, কর্ণাটকের মানুষ আমাকে সমর্থন করেনি। কর্ণাটকের ক্ষমতায় আছি কংগ্রেসের দয়ায়।

কংগ্রেসের দয়ায় ক্ষমতায়! মোদীর কাছে দরবারের আগে কুমারস্বামীর কথায় জল্পনা

জেডিএস নেতার এই ধরনের মন্তব্যে বিজেপি বিরোধী জোট ধাক্কা খেতে বাধ্য। কর্ণাটকের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেন, রাজ্যের সাড়ে ছকোটি মানুষ আমাকে ও আমার দলকে চায়নি। একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে থেমে গিয়েছে আমাদের দল। তবু আমি মুখ্যমন্ত্রী হয়েছি। আমি ক্ষমতায় রয়েছি কংগ্রেসের দয়ায়।

এদিন কুমারস্বামীর এই কথা নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। দিল্লিতে প্রধানমন্ত্রী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের আগে তাঁর এই কথায় নানা জল্পনা শুরু হয়েছে। কর্ণাটক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যে বিরোধী ঐক্যের ছবি ধরা পড়েছিল, মুখ্যমন্ত্রীর এই কথায়, তা ধাক্কা খাচ্ছে।

এদিন কুমারস্বামী দিল্লিতে এসে রাজ্যের কয়লা সরবরাহ, কৃষিঋণ মকুব-সহ অন্যান্য একাধিক বিষয়ে কেন্দ্রের কাছে তদ্বির করার কথা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যে তিনি এমন মন্তব্য করলেন, যাতে জোট শরিকের মধ্যে বিবাদ প্রকাশ্যে অসে পড়ছে। উল্লেখ্য, দ্বিগুণ আসন পেয়েও কংগ্রেস জেডিএসকে সরকার গড়ার প্রস্তাব দেয়। তারা জেডিএসের সমর্থন চায়নি, বরং উল্টে বড় শক্তি হয়েও তাদের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। যদিও জোট সরকারে মন্ত্রিত্ব বণ্টন নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। তার পাশাপাশি তিনি এদিন জানিয়ে দেন কৃষকদের ঋণমকুব করতে না পারলে তিনি নিজে থেকেই পদত্যাগ করবেন।

English summary
HD Kumarswami increases speculation before meeting with PM Narendra Modi. He says he is in power for kindness of Congress,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X