For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপেক্ষার ২ দিন, দল বদলের জল্পনার বড় খবর শোনালেন হার্দিক

অপেক্ষার ২ দিন, দল বদলের জল্পনার বড় খবর শোনালেন হার্দিক

Google Oneindia Bengali News

বিজেপিতে যোগ দিতে চলেছেন হার্দিক প্যাটেলে। অবশেষে নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন পতিদার নেতা। সামনের বিধানসভা নির্বাচনে প্যাটেল গোষ্ঠীর ভোট এক প্রকার নিশ্চিত করে ফেললেন মোদী-শাহরা। কয়েকদিন ধরেই হার্দিকের বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়েছিল। অবশেষে নিজেই তিনি সেকথা ঘোষণা করলেন।

শেষে বিজেপিতেই হার্দিক

শেষে বিজেপিতেই হার্দিক

গুজরাতে ভোটের আগে বড় জয় বিজেপির। পতিদার নেতা হার্দিক প্যাটেল যোগ দিতে চলেছেন বিজেপিতে। নিজেই সেকথা নিশ্চিত করেছেন হার্দিক। এএনআই সূত্রে খবর আগামী ২ জুন আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন পতিদার নেতা হার্দিক প্যাটেল। তিনি নিজেই সেকথা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন বলে খবর। পতিদার নেতার বিজেপিতে যোগদানের জল্পনা গত কয়েক সপ্তাহ ধরেই পারদ চড়ছিল। কিন্তু হার্দিক নিজে কিছুই জানাচ্ছিলেন না। অবশেষে সংবাদ সংস্থা এএনআইকে নিজেই নিশ্চিত করেছে সেকথা।

পতিদার ভোট কী তবে বিজেপির সঙ্গে

পতিদার ভোট কী তবে বিজেপির সঙ্গে

এর আগে গুজরাতের বিধানসভা নির্বাচনে বিজেপির বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। হার্দিক প্যাটেেলর বিরোধিতার জেরে নাকানি-চোবানি খেতে হয়েছিল মোদী-শাহকে। প্যাটেল গোষ্ঠীর সংরক্ষণের দাবিতে আন্দোলন পারদ চড়িয়েছিলেন। তার জেরে বেশ কসরত করতে হয়েছিল বিজেপিকে। পতিদারদের আন্দোলনকে সামাল দিতে মুখ্যমন্ত্রী পদে প্যাটেল সম্প্রদায়ের প্রতিনিধিকেই বসাতে হয়েছিল বিজেপিকে।

চাপে কংগ্রেস

চাপে কংগ্রেস

এবারের বিধানসভা ভোট আসন্ন প্রায়। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গুজরাতের। তার মধ্যে প্রথম থেকেই গুজরাতে চাপে রয়েছে কংগ্রেস। একের পর এক নেতা দল ছাড়তে শুরু করে দিয়েছেন। সেই তালিকায় শীর্ষে রয়েছেন হার্দিক প্যাটেল। হার্দিকের দল ছাড়ার ঘটনা বেশ চাপে ফেেলছে কংগ্রেসকে। পতিদার গোষ্ঠীর ভোট ব্যাঙ্কে বড় ধাক্কা খাবে কংগ্রেস এমনই মনে করছে রাজনৈিতক মহল। যদিও নতুন করে গুজরাতের জন্য ঘর সাজাতে শুরু করে দিয়েছে কংগ্রেস। হাইকমান্ড নতুন টাস্ক ফোর্স তৈরি করেছে। তাঁরা নির্বাচনের দিকগুলি খতিেয় দেখবেন।

অ্যাডভান্টেজে বিজেপি

অ্যাডভান্টেজে বিজেপি

২০২৪-র লোকসভা ভোটের আগে গুজরাতে হাইভোল্টেজ নির্বাচন। ইতিমধ্যেই কয়েক দফায় সেখানে ব়্যালি করে ফেলেছেন মোদী। পাঁচ রাজ্যের ভাল ফলের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতে রোড শো করেন। তারপরেই আবার মোদী সরকারের ৮ বছর পূর্তির উৎসব মহাসমারোগে উদযাপিত হয়েছে গুজরাতে। সেখানে সভা করে দেশের উন্নয়নের বার্তা দিয়েছেন। পরিবার তন্ত্রকে সরিয়ে রেখে সাধারণ মানুষের সরকার গড়ার কথা বলেছেন মোদী। তার পরেই পতিদার নেতার বিজেপিতে যোগদানের কথা ঘোষণার জেরে বিজেপির উন্মাদনা আরও বাড়ছে
গুজরাতে।

'২০২৪-এ নো এন্ট্রি, বিজেপির সব মন্ত্রীদের ঘরে ইডি-সিবিআই যাওয়া উচিত', হুঙ্কার মমতার'২০২৪-এ নো এন্ট্রি, বিজেপির সব মন্ত্রীদের ঘরে ইডি-সিবিআই যাওয়া উচিত', হুঙ্কার মমতার

English summary
Hardik Patel will join BJP on 2 June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X