For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের অশান্ত উপত্যকা! সাঁঝোয়ানের পর এবার বারামুলায় সেনা-জঙ্গি গুলির লড়াই

সাঁঝোয়ান ও করণ নগরে সেনা ক্যাম্পে জঙ্গি হানার পর দুদিন কাটতে না কাটতেই ফের জম্মু ও কাশ্মীর অশান্ত হয়ে উঠল। এবার বারামুলার পলহালন এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে।

  • |
Google Oneindia Bengali News

সাঁঝোয়ান ও করণ নগরে সেনা ক্যাম্পে জঙ্গি হানার পর দুদিন কাটতে না কাটতেই ফের জম্মু ও কাশ্মীর অশান্ত হয়ে উঠল। এবার বারামুলার পলহালন এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর পাওয়া গিয়েছে।

সাঁঝোয়ানের পর এবার বারামুলায় সেনা-জঙ্গি গুলির লড়াই

সেনা সূত্রে খবর, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবারও রাত ৮টার পরে পুলওয়ামায় অবন্তীপুরা এলাকায় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছোঁড়ে। সেখানে কোনও হতাহত হয়নি। তারপর এদিন সকাল থেকেই বারামুলায় গোলাগুলি চলছে।

বুধবার সীমান্তে নৌশেরা সেক্টরে পাকিস্তানি সেনা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালায়। সঙ্গে সঙ্গে তার জবাব দেয় ভারতীয় সেনা। বারবার সীমান্তে গোলাগুলি চালিয়ে জঙ্গিদের ভারতে প্রবেশের রাস্তা করে দিতে চাইছে পাকিস্তান। এমনটাই মনে করা হচ্ছে।

সাঁঝোয়ানে যে হামলা হয় তাতে মোট ৬জন মারা গিয়েছেন। একজন সাধারণ মানুষ ও ছয়জন সেনা শহিদ হয়েছেন। তারপর থেকে কাশ্মীরের নানা এলাকায় জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে।

English summary
An encounter is underway between security forces and terrorists in Palhalan area of Baramulla’s Pattan in Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X