For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gujarati Election: পিএম মোদীর মুখোমুখি হতেই সামলাতে পারলেন না Somabhai Modi! দেখুন Video

Gujarati Election 2022: পিএম মোদীর মুখোমুখি হতেই নিজেকে সামলাতে পারলেন না Somabhai Modi! দেখুন Video

  • |
Google Oneindia Bengali News

Gujarat election 2022: দ্বিতীয় দফাতে হাই-ভোল্টেজ ভোট চলছে গুজরাতে। সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণই চলছে ভোট। ইতিমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই Somabhai Modi-ও। আহমেদাবাদে তিনি তাঁর ভোট দিয়েছেন। ভোটদানের পর তাঁর ভাই নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাপারে কথা বলার একটি সামনে এসেছে। যেখানে একেবারে আবেগপ্রবণ দেখা যাচ্ছে Somabhai Modi-কে।

চোখের জল ফেলছেন সোমভাই!

চোখের জল ফেলছেন সোমভাই!

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী ভাইয়ের জন্যে চোখের জল ফেলছেন সোমভাই। শুধু তাই নয়, এত কাজের মধ্যে নরেন্দ্র মোদী কি একটু হলেও বিশ্রাম নিতে পারছেন? তা নিয়েই উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে তাঁকে। ওই ভিডিওতে সোমভাই বলছেন্ম এত কাজের মধ্যে উনি যেন একটু বিশ্রাম নেন। অন্যদিকে ভোটারদের উদ্দেশ্যে তাঁর বার্তা, সব সময়ে মনের শুনবেন। শুধু তাই নয়, এমন রাজনৈতিক দলকে ভোট দেবেন যারা দেশের উন্নতি করবেন বলেও দাবি Somabhai Modi-এর।

এটাই দেশের সংস্কৃতি!

এটাই দেশের সংস্কৃতি!

আর এই ছবি দেখে দেশের মানুষ বলছেন, এটাই দেশের সংস্কৃতি! সম্পর্ক যেখানে দৃঢ়। শুধু তাই নয়, এক ভাইয়ের জন্যে আরেকজনের জন্যে চোখে জল সম্পর্ককে আরও মজবুত করে বলে মত দেশের মানুষের। Somabhai Modi বলেন, ভোটদাতাদের উচিৎ সবসময়ের মনের কথা শোনা। কারণ একটা ভোটেই দেশের উন্নতি হবে। ফলে এমন দলকে ভোট দেওয়া উচিৎ যারা দেশের উন্নতি করছে। এমনকি আগামীদিনেও করবে বলে মত ভাই মোদীর। তিনি আরও বলেন, বগত ২০১৪ সালের পর থেকে জাতীয় পর্যায়ে যেভাবে উন্নয়নের কাজ হয়েছে, মানুষ সেগুলো দেখছে। ফলে তা কখনই উপেক্ষা মানুষ করতে পারবে না বলে মন্তব্য Somabhai Modi-এর। আর সেই উন্নয়নের নিরিখেই এই ভোট হচ্ছে বলেও দাবি তাঁর।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা!

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা! তাও আবার দীর্ঘদিন পর। সেই প্রসঙ্গে Somabhai Modi বলেন, পিএম মোদী আমি জানিয়েছি আপনি খুবই পরিশ্রম করেন। দেশের জন্যে সবসময়ে ভাবছেন! কিন্তু আপনারও বিশ্রামের প্রয়োজন আছে বলে দাবি Somabhai Modi। আর এরপরেই সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, ওই মুহূর্ত কি আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন? সঙ্গে সঙ্গে চোখে জল মুছতে দেখা যায় সোমাভাইকে। আর এরপরেই তিনি বলেন, "আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে তা দেখতে পাবেন।"

ভোট দেন মা হীরাবেন

ভোট দেন মা হীরাবেন

বলে রাখা প্রয়োজন, দ্বিতীয় দফার ভোট চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালেই ভোট দেন। আর এরপরেই মা হীরাবেন মোদীও রাইসন প্রাইমারি স্কুলে গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট দিয়েছেন। সেই সময়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে হাত জড়ো করে শুভেচ্ছা জানান।

Gujarat Election 2022: সকাল সকাল আহমেদাবাদে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী মোদীGujarat Election 2022: সকাল সকাল আহমেদাবাদে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী মোদী

English summary
Gujarat Election 2022 phase 2: Narenadr Modi meets his brother Somabhai Modi during Gujarat visit, becomes emotional
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X