For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহালি হামলায় রকেট থেকে ছোঁড়া হয়েছিল গ্রেনেড, বড় জঙ্গি যোগের সম্ভাবনা

মোহালি হামলায় রকেট থেকে ছোঁড়া হয়েছিল গ্রেনেড, বড় জঙ্গি যোগের সম্ভাবনা

  • |
Google Oneindia Bengali News

মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরের সামলে বিস্ফোরণ৷ পুলিশ জানিয়েছে একটি রকেট চালিত গ্রেনেড বা আরপিজি রাস্তা থেকে ছোঁড়া হয়েছিল যা মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা সদর দফতরের সামনের জানালার কাঁচ ভেঙে দিয়েছে৷ পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এটি আরপিজির গোত্রের হামলা। যদিও বিস্ফোরণটিকে ছোটখাটো বলে অভিহিত করেছে পাঞ্জাব পুলিশ!

বড় ক্ষয়ক্ষতি হয়নি মোহালি বিস্ফোরণে!

বড় ক্ষয়ক্ষতি হয়নি মোহালি বিস্ফোরণে!

পাঞ্জাব পুলিশ ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার ৭৭ সেক্টর, এসএএস নগরে সোমবার সন্ধ্যা ৭.৪৫ -এর দিকে একটি ছোটখাটো বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরৈ কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে জানাো হয়েছে সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন এবং পুরো বিষয়টির তদন্ত চলছে!

ফরেনসিক দল তলব!

ফরেনসিক দল তলব!

ইতিমধ্যেই একটি ফরেনসিক দলকে ডাকা হয়েছে ঘটনার তদন্তে তথ্য সংগ্রহ করার জন্য! মোহালি পুলিশের পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়েছে! পুলিশ পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং এলাকায় বাড়ত সতর্কতা জারি করা হয়েছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল ঘটনাস্থলে পৌঁছেও গিয়েছে।

কী বলছেন ঘটনার তদন্তে থাকা পুলিশ কর্তা?

কী বলছেন ঘটনার তদন্তে থাকা পুলিশ কর্তা?

ঘটনার তদন্তে থাকা পাঞ্জাব পুলিশের এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রকেট টাইপের কোনও বস্তু দিয়ে দূর থেকে গ্রেনেড ছুঁড়ে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। তবে এখনও এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।' পুলিশের পক্ষ থেকে আরও স্পষ্ট করে বলা হয়েছে, গোয়েন্দা ভবনে একটি ছোটখাটো বিস্ফোরণ ঘটেছে। তদন্ত চলছে এবং আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। চণ্ডীগড় পুলিশের একটি দলও গোয়েন্দা ঘটনাস্থলে কাছে মোতায়েন করা হয়েছে৷

কী বলছেন পাঞ্জাবেন নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান?

কী বলছেন পাঞ্জাবেন নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান?

এদিন টুইটে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী লেখেন, 'মোহালিতে বিস্ফোরণের তদন্ত করছে পাঞ্জাব পুলিশ। যারা পাঞ্জাবের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে তাদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না৷ পাশাপাশি আম আদমি পার্টির প্রধান মুখপাত্র মালবিন্দর সিং কাং বলেছেন, অপরাধীরা কোনভাবেই ছাড় পাবে না! তিনি বলেছেন, মোহালিতে বিস্ফোরণটি দুর্ভাগ্যজনক। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে৷ অপরাধীরা কেনও উপায়েই রেহাই পাবে না। রাজ্যের কষ্টার্জিত শান্তি ও সম্প্রীতিতে কাউকে আঘাত করতে দেওয়া হবে না!'

ছবি সৌ:এএনআই

পুলিৎজার' পুরষ্কার পেলেন আফগানিস্তানে নিহত সাংবাদিক দানিশ সিদ্দিকী পুলিৎজার' পুরষ্কার পেলেন আফগানিস্তানে নিহত সাংবাদিক দানিশ সিদ্দিকী

English summary
Grenades were fired from rockets in the Mohali attack, possibly adding large militants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X