For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮-র শুরু থেকে সব ফোনে এই ব্যবস্থা বাধ্যতামূলক, নির্দেশ টেলিকমমন্ত্রকের

২০১৮-র শুরু থেকে ভারতের সব ফোনেই জিপিএস বাধ্যতামূলক করল টেলিকম মন্ত্রক, ফিচার ফোনেও এই ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে

  • |
Google Oneindia Bengali News

২০১৮-র ১ জানুয়ারি থেকে দেশের সব মোবাইলেই জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) থাকা বাধ্যতা মূলক করল টেলিকম মন্ত্রক। ফিচার ফোনেও এই ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে টেলিকম মন্ত্রক থেকে চিঠি পাঠানো হয়েছে, ইন্ডিয়ান সেলুলার অ্যাসোসিয়েশনের কাছে।

২০১৮-র শুরু থেকে সব ফোনে এই ব্যবস্থা বাধ্যতামূলক, নির্দেশ টেলিকমমন্ত্রকের

গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে কোনও ব্যক্তির অবস্থান সহজেই জানতে পারা যায়। মোবাইল ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে খবর সংবাদ সংস্থার।

যদিও, হ্যান্ডসেট নির্মাতারা সরকারের কাছে বলেছেন, ফিচার ফোনে জিপিএস রাখতে গেলে ফোন তৈরির খরচ কমপক্ষে ৩০ শতাংশ বাড়বে এবং ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা মূল্যের ফোনের দাম একধাক্কায় ৪০০ টাকা বেড়ে যাবে। মহিলাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতেই জিপিএস রাখার সিদ্ধান্ত বলে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবং হ্যান্ডসেট নির্মাতাদের বক্তব্যকে খণ্ডন করা হয়েছে।

২০১৭-র জানুয়ারি থেকে সব ফোনে প্যানিক বাটন রাখার ব্যাপারে নির্দেশিকা দিয়েছিল সরকার। সেই সিদ্ধান্ত এবছরের মার্চ থেকে কার্যকরী করা হয়েছে বলে জানাচ্ছে হ্যান্ডসেট নির্মাণকারীরা।

ভারতে এই মুহুর্তে ৪০ কোটি ফিচার ফোন রয়েছে। ২০১৭-তেই প্রায় ১৩ কোটি ফোন এই যুক্ত হতে সংখ্যার সঙ্গে যুক্ত হতে পারে।

English summary
GPS is mandatory for all mobile phones from 2018, ordered by DOT, feature phone should have this facility also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X