For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিকাশের নামে জনতাকে লুটছে সরকার, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে বেনজির আক্রমণে রাহুল

বিকাশের নামে জনতাকে লুটছে সরকার, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে বেনজির আক্রমণে রাহুল

  • |
Google Oneindia Bengali News

পেট্রোলের পর রবিবার একধাক্কায় রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়ে দেয় কেন্দ্র। এমনকী সপ্তাহের শুরু থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। এদিকে মাত্র ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বার রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস ওঠার যোগাড় মধ্যবিত্তের। এবার তা নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের দামে আদপে আম-আদমিকে লুট করছে সরকার। হাত শক্ত হচ্ছে মোদী-বন্ধুদের।

বিকাশের নামে জনতাকে লুটছে সরকার, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে বেনজির আক্রমণে রাহুল

সোমবার রান্নার গ্যাসের দাম বাড়ার খবর টুইট করে সোনিয়া পুত্র লেখেন, 'জনতাকে লুটে শুধু মাত্র দু'জনেরই বিকাশ হচ্ছে। 'এমনকী মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে তীব্র কটাক্ষ করে রাহুলের জবাব রাজকোষ ভর্তির নামে আদপে পকেট ভরছে দুজনের। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এদিকে এর আগে ৪ ফেব্রুয়ারি গ্যাসে ২৫ টাকা দাম বেড়ে ছিল। এবার নতুন করে আরও ৫০ টাকা বাড়ায় কলকাতায় রান্নায় ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম ৭৪৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৯৫ টাকা ৫০ পয়সা। আর সহজ ভাবে বললে ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত তিন দফায় বেড়েছে রান্নার গ্যাসের দাম। দাম বেড়েছে ভর্তুকিহীন রান্নার গ্যাসেরও।

গত বছরের শেষ মাসেই দু’দফায় সিলিন্ডার পিছু দাম বেড়েছে ১০০ টাকা পর্যন্ত। এবার তাতে যোগ হল ফেব্রুয়ারির মূল্যবৃদ্ধি। প্রসঙ্গত উল্লেখ্য, রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি ধাপে ধাপে তুলে দিতে চায় মোদী সরকার। সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে জানা যায়। এদিকে রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির পর ইন্ডিয়ান অয়েলের মার্কেটিং ডিরেক্টর গুরমিত সিংহ বলেন, “আমাদের হাতে কিছু নেই, সবটাই বাজারের উপর নির্ভর, কবে দাম কমবে এখনই বলা সম্ভব নয়।”

English summary
Rahul sharply criticized the central government for raising the price of cooking gas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X