For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসের আগে নাশকতার আশঙ্কা! কলকাতা-সহ বিমানবন্দরগুলিতে বাড়তি নিরাপত্তার নির্দেশ

নাশকতার আশঙ্কা। স্বাধীনতা দিবসের আগে রাজ্যগুলিকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ কেন্দ্রের।

  • |
Google Oneindia Bengali News

নাশকতার আশঙ্কা। স্বাধীনতা দিবসের আগে রাজ্যগুলিকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ কেন্দ্রের। বিশেষ করে নজর দিতে বলা হয়েছে, বিমানবন্দরগুলিকে। নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে, অসামরিক বিমান পরিবহণমন্ত্রক। তাতে বলা হয়েছে, বিমানবন্দরের মতো সংবেদনশীল এলাকাগুলিতে নজর দিতে।

স্বাধীনতা দিবসের আগে নাশকতার আশঙ্কা! কলকাতা-সহ বিমানবন্দরগুলিতে বাড়তি নিরাপত্তার নির্দেশ

সরকার সংসদে বিল পাশ করে ৩৭০ ধারাকে নিষ্ক্রিয় করেছে। যার জেরে পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। সেই পরিস্থিতিতে বিমানবন্দরগুলি হামলার লক্ষ্য হয়ে উঠতে পারে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

ভারতের বিমানবন্দরগুলির নিরাপত্তা পর্যবেক্ষণ করে থাকে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি। তাদের তরফ থেকে দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তায় জোর দিতে
বলে হয়েছে। তালিকায় আগে রয়েছে দেশের মেট্রো শহরগুলি। মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা। বিমানবন্দরগুলির দিকে যাওয়া গাড়িরগুলির ওপর জনর দিতে বলা হয়েছে। অন্তত এক কিমি আগে থেকে গাড়িগুলিকে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মুম্বইয়ের ক্ষেত্রে ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তল্লাশি শুরু করার জন্য। দিনরাত, ২৪ ঘন্টা এই তল্লাশি চালাতে হবে। ৩১ অগাস্ট পর্যন্ত এই তল্লাশি অভিযান চালাতে হবে।

অন্যদিকে, ১০ অগাস্ট থেকে বিমানবন্দরগুলিতে ভিজিটরদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র যাত্রীরাই বিমানবন্দরে ঢুকতে পারবেন।

বিমানবন্দরগুলি ছাড়াও রেল স্টেশন, মেট্রো স্টেশনগুলি, বড় বাণিজ্যিক সংস্থা এবং শপিংমলগুলিতে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
Government has issued an alert asking states to tighten security at all major airports across the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X