For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Abhinandan Live- রাত নামা ওয়াঘা সীমান্ত দিয়ে ঘরে ফিরলেন বীর অভিনন্দন বর্তমান

নিঁখুতভাবে মুক্তি চাই অভিন্দন বর্থমান-এর। এখন এই দাবিতেই গর্জে উঠেছেন দেশবাসী।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মুক্তির খবরে এখন উদ্বেলিত দেশ। আজ দুপুর ২টার পরে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা। ওয়াঘা সীমান্তে তাঁকে ভারতের হাতে তুলে দেবে পাকিস্তান। ইতিমধ্যেই পঞ্জাবে পৌঁছেছেন অভিনন্দনের বাবা-মা। অমৃতসরে তাঁদের রাজকীয় অভ্যর্থনা জানিয়েছে সাধারণ মানুষ।

বায়ুসেনার পাইলট অভিনন্দন-এর Live Update

অভিনন্দন-এর মুক্তি-কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির বার্তা বললেও ভারত তা মানতে রাজি নয়। গতকালই ভারতীয় বায়ুসেনা সাফ জানিয়ে দিয়েছে অভিনন্দন-এর মুক্তি জেনেভা চুক্তি মেনে। তবে, ভারত ও পাকিস্তান যাতে নিজের সীমান্তে শান্তি বজায় রাখে তারজন্য আর্জি জানিয়েছে বিশ্ব। সীমান্তপারের সন্ত্রাসে ভারত যে বারবার রক্তার্ত হচ্ছে তা মেনে নিয়েছে আন্তর্জাতিক দুনিয়ায়। তাই শান্তি বজায় রাখার সঙ্গে সঙ্গে এবার পাকিস্তানের কাছে সদর্থক পদক্ষেপ চাইছে ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, রাষ্ট্রসংঘ। অভিনন্দনের মুক্তিতেও ভারত যে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে সরে আসছে না সেই বার্তাও গতকাল দিয়ে দিয়েছেন তিন বাহিনীর শীর্ষ কর্তা।

Newest First Oldest First
11:12 PM, 1 Mar

'ওয়েলকাম হোম অভিনন্দন, তোমার অসামান্য সাহসীকতা দেশকে গর্বিত করেছে।'
11:10 PM, 1 Mar

কুপওয়ারা এনকাউন্টারে ২ পুলিশ কর্মী, ২ সিআরপিএফ জওয়ান এবং ১ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
11:09 PM, 1 Mar

আবু-ধাবি থেকে ওআইসি বৈঠক সেরে দেশে ফিরলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
11:08 PM, 1 Mar

পুলওয়ামা সন্ত্রাসে যারা অভিযুক্ত তাদের যাতে ব্যান করা হয় তার জন্য নিরাপত্তা পরিষদে আরও তৎপরতা দেখানোর প্রতিশ্রুতি দিল ফ্রান্স।
11:07 PM, 1 Mar

অভিনন্দনের ফিরে আসায় ভারত ও পাকিস্তানকে অভিনন্দন ফ্রান্সের ইউরোপ ও বিদেশমন্ত্রী-র, দ্বিপাক্ষিক আলোচনা যাতে দ্রুত শুরু করা যায় তারজন্য আর্জি রেখেছেন তিনি।
9:49 PM, 1 Mar

তখনও দাঁড়িয়ে অভিনন্দন, পাশে পাক বিদেশমন্ত্রকের মহিলা আধিকারিক এবং সামনে গেটের এপার-ওপার দিয়ে চালাচালি হচ্ছে কাগজপত্র।
9:47 PM, 1 Mar

তখনও ভারতে পা রাখেননি, রাতের খোলা আকাশের তলায় পাকিস্তানের মাটিতে এক সতর্ক সৈনিকের মতো দাঁড়িয়ে রয়েছেন অভিনন্দন।
9:44 PM, 1 Mar

অভিনন্দন বর্তমান-কে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, আমরা অভিনন্দনকে এখন মেডিক্যাল চেক-আপ-এর জন্য নিয়ে যাচ্ছি। জানালেন এয়ার ভাইস মার্শাল রবি কাপুর।
9:21 PM, 1 Mar

ভারতের হাতে তুলে দেওয়া হল অভিনন্দন বর্তমানকে।
8:56 PM, 1 Mar

ফের পাকিস্তানের চালিয়াতি, অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে দু'বার সময় বদল, ফলে রাত হয়ে গেলেও অভিনন্দনকে হাতে পায়নি ভারত।
5:20 PM, 1 Mar

প্রথম মেডিক্যাল চেক-আপ শেষ, এবার দ্বিতীয় মেডিক্যাল চেক-আপ হচ্ছে অভিনন্দনের।
5:17 PM, 1 Mar

পাক রেঞ্জার্স অভিনন্দনকে বিএসএফ-ের হাতে তুলে দেবে, এরপর বিএসএফ অভিনন্দনকে বায়ুসেনার হাতে তুলে দেবে।
4:52 PM, 1 Mar

ওয়াঘা সীমান্তের চেকপোস্টের সামনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত এবং প্রতীক্ষারত মানুষের স্লোগান।
4:47 PM, 1 Mar

প্রিজনার অফ ওয়ার-কে প্রত্যর্পণের সময় এই ধরনের মেডিক্য়াল চেকআপ বাধ্য়তামূলক।
4:44 PM, 1 Mar

অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেওয়ার সময় মেডিক্যাল চেকআপ হবে।
4:44 PM, 1 Mar

আপাতত কয়েক দিন বায়ুসেনার তত্বাবধানেই থাকতে হবে, এরপর পরে মিলবে বাড়িতে যাওয়ার অনুমতি।
4:43 PM, 1 Mar

ওয়াঘা সীমান্ত থেকে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে সড়কপথে কাছের বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে বায়ুসেনার বিমানে তাঁকে এয়ারবেসে নিয়ে যাবেন বায়ুসেনার কর্তারা।
4:42 PM, 1 Mar

যদিও এরা কেউই অভিনন্দন-এর প্রত্যর্পণ প্রক্রিয়া দেখতে পাবেন না।
4:41 PM, 1 Mar

ওয়াঘার ব্রিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান দেখার জন্য রোজ প্রায় হাজার পঞ্চাশ মানুষ আসেন, আজ অভিনন্দনের প্রত্যর্পণ-এর সাক্ষী হতে আরও কয়েক হাজার মানুষ এসেছেন, এই মূহূর্তে ওয়াঘা সীমান্তে লক্ষাধিক সাধারণ মানুষের ভিড়।
4:40 PM, 1 Mar

ভিড় নিয়ন্ত্রণে নামানো হয়েছে পুলিশ।
4:39 PM, 1 Mar

ওয়াঘা সীমান্তে চেকপোস্টে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক সেনাবাহিনী, এছাড়াও আকাশপথে হেলিকপ্টারে নজরদারি চলছে, এর বাইরেও চূড়ান্ত সতর্ক রাখা হয়েছে বিএসএফ-কে।
4:38 PM, 1 Mar

অত্য়াধিক ভিড়ের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ।
4:37 PM, 1 Mar

ভারতীয় বাযুসেনার শীর্ষ কর্তারা এই মুহূর্তে ওয়াঘা সীমান্তে। ওয়াঘা সীমান্তের চেকপোস্টের গ্যালারি বন্ধ করে রাখা হয়েছে।
4:36 PM, 1 Mar

ওয়াঘা সীমান্তে অভিনন্দনকে নিয়ে পৌঁছল পাক সেনাবাহিনীর কনভয়।
3:11 PM, 1 Mar

কন্যাকুমারিতে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান-এর প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2:50 PM, 1 Mar

বিকেল পাঁচটার আগে অভিনন্দন বর্তমানের ওয়াঘা সীমান্তে পৌঁছনো সম্ভব নয় বলেই মনে করছে বিএসএফ।
2:49 PM, 1 Mar

ইসলামাবাদ থেকে অভিনন্দনকে লাহোরে নিয়ে আসা হচ্ছে, সেখান থেকে তাঁকে ওয়াঘা সীমান্তে আনা হবে সড়কপথে।
2:46 PM, 1 Mar

অভিনন্দনের ফিরে আসা নেয় আবেগতাড়িত প্রতিক্রিয়া পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং-এর, তিনি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে ৬৫ ও ৭১-এর যুদ্ধবন্দিদের ঘরে ফেরা আসার মিল আছে, ইচ্ছে ছিল ওয়াঘায় অভিনন্দনের প্রত্য়াবর্তনে উপস্থিত হওয়া কিন্তু প্রোটোকলের জন্য সেটা হচ্ছে না, জানিয়েছেন অমরেন্দ্র সিং।
https://bengali.oneindia.com/news/india/get-live-update-on-india-pakistan-relation-after-air-strike-050136.html
2:33 PM, 1 Mar

ওয়াঘা সীমান্তে আজ ব্রিটিং রিট্রিট হচ্ছে না, কারণ অভিনন্দন বর্তমানের প্রত্যপর্ণ বলে মনে করা হচ্ছে, ব্রিটিং দ্য রিট্রিট-ের সময়ই অভিনন্দন-এর প্রত্যপর্ণ হবে, সে সময় ওয়াঘা সীমান্তে বায়ুসেনার শীর্ষ কর্তারা থাকবেন, বিএসএফ তাই এই অনুষ্ঠান বাতিল করেছে।
1:21 PM, 1 Mar

ধর্মের অপব্যাখ্যা করে সন্ত্রাস করা হচ্ছে, এর বিরুদ্ধে লড়াই করাটা খুবই গুরুত্বপূর্ণ, আবুধাবি-তে ওয়াইআইসি বৈঠকে বললেন সুষমা স্বরাজ।
READ MORE

English summary
After air strike by IAF in Pakistan soil has escalated the intensity of the situation in India-Pakistan region. The world is anxious and closely monitoring the situation. To get the live update click here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X